ভারত-ইংল্যান্ড সিরিজ

পূজারাকে নিজের ওপর বিশ্বাস রাখতে বললেন গাভাস্কার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:52 মঙ্গলবার, 03 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সম্প্রতি ফর্ম হারিয়ে নিজেকে হারিয়ে খুঁজছেন চেতেশ্বর পূজারা। টেস্ট ক্রিকেটের পরীক্ষিত ব্যাটসম্যান হলেও শেষ কয়েক ম্যাচে নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেননি তিনি। এদিকে রাত পোহালেই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত।

ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করছেন, পূজারা যদি তার আত্মবিশ্বাস ফিরে না পায় সেক্ষেত্রে নতুন কাউকে পরীক্ষা করে দেখতে পারে ভারত। তবে পূজারাকে এখনই আশাহত হতে নিষেধ করছেন গাভাস্কার। ফর্ম ফিরে পেতে পূজারাকে নিজের ওপর বিশ্বাস রাখতে বলছেন সাবেক ক্রিকেটার এই ভারতীয় ক্রিকেটার। নিজের ব্যাটিং ধরনের ওপর মনোযোগী হলে পূজারা ফর্ম ফিরে পাবেন বলে মনে করেন তিনি।

গাভাস্কার বলেন, ‘পূজারা একটি বিশেষ ধরনে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসছে। তাকে সেই পদ্ধতিতে বিশ্বাস রাখতে হবে। তবে দল যদি পূজারার সেই ধরনে বিশ্বাস না রাখতে পারে সেক্ষেত্রে অন্য কাওকে সুযোগ দিতে পারে।’

ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘তবে বিশেষ পদ্ধতিটি পূজারা ও দলের জন্য কাজে এসেছিলো। সে এক প্রান্তে দুর্গ গড়ে তুলতো। এতে করে অপর প্রান্তে খেলোয়াড় হাত খুলে খেলতে পারতো। আমি মনে করি তাকে নিজের উপর বিশ্বাস করতে হবে তবেই সে ভালোভাবে খেলতে পারবে। কারণ সে বছরের পর বছর ধরে ভারতের জন্য অসাধারণ খেলেছে।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে নিষ্প্রাণ ছিলেন পূজারা। দুই ইনিংস মিলিয়ে ২৩ রান করেছিলেন এই ডানহাতি। সে কারণে কিউইদের কারণে বাজেভাবে শিরোপা হারিয়েছিল ভারত।

এ ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্পেলে দুটি ম্যাচ খেলেছেন পূজারা। যেখানে তার ব্যাটিং গড় ৩০। বুধবার নটিংহ্যামে ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টে দেখা যেতে পারে পূজারাকে। দলে অবস্থান পাকাপোক্ত করতে আবারও সুযোগ পাচ্ছেন তিনি।