ইংল্যান্ড - ভারত সিরিজ

উইকেটে ঘাস থাকলেও অভিযোগ করতে পারবে না ভারত: অ্যান্ডারসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:08 মঙ্গলবার, 03 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের শুরুতে ভারত সফরে গিয়ে স্পিন উইকেট ভুগতে হয়েছিল ইংল্যান্ডকে। ঘরের মাঠে সুবিধা নিয়ে জো রুটদের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছিল বিরাট কোহলির। সেই সিরিজের উইকেট নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। ইংলিশ ক্রিকেটাররা অভিযোগ করলেও ফলপ্রসু হয়নি।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এবার ইংলিশদের ডেরায় ভারত। পেস বান্ধব উইকেট বানিয়ে এবার ঘরের মাঠের সুবিধা নিতে চান জেমস অ্যান্ডারসনরা। ইংল্যান্ডের অভিজ্ঞ এই পেসার জানিয়েছেন, উইকেটে কিছুটা ঘাস থাকলেও ভারত অভিযোগ করতে পারবে না।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো ইংল্যান্ডের কন্ডিশনেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা মেলে পেস বান্ধব উইকেটের। যেখানে সুইং আর বাড়তি বাউন্স দিয়ে সুবিধা লুফে নেন পেসাররা। ভারতকে ঘায়েল করতে একই পথ অবলম্বন করতে চায় ইংলিশরা।

এ প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, ‘আমরা যদি উইকেটে কিছুটা ঘাসও রেখে দেই তবুও আমার মনে হয় না ভারত কোন অভিযোগ করতে পারবে। কারণে সর্বশেষ ভারত সফরে আমরা কেমন পিচে খেলেছিলাম। ভারত ঘরের মাঠের সুবিধা নিয়েছে। বিশ্বের অনেক দেশই এই সুবিধা নিয়ে থাকে।’

ইংল্যান্ডের মতো ভারতেরও শক্তিশালী পেস আক্রমণ রয়েছে। পেস ইউনিটে জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মাদের মতো অভিজ্ঞদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ সিরাজ। যেখান থেকে তারাও সুবিধা পাবে। পুরো সিরিজে ভালো একটি উইকেটের প্রত্যাশা করছেন অ্যান্ডারসন। উইকেট থেকে পেসের সঙ্গে কিছুটা সুইংও চান তিনি।

অ্যান্ডারসন বলেন, ‘যদি এখানে খানিকটা ঘাস থাকে তাহলে তারাও সুবিধা পাবে। ভারতের শক্তিশালী পেস আক্রমণ রয়েছে। তিনদিন আগে পিচ বিচার করা কঠিন। আমি নিশ্চিত যে তারা কিছু ঘাস ছাঁটাই করবে এবং আরও রোল করবে। আমি ভালো একটি উইকেটের প্রত্যাশা করছি। যেখানে পেস থাকবে এবং সেটি ক্যারি করবে। প্রায়শই এখানে কিছুটা সুইং দরকার।’