সিরাজের বাউন্সারে প্রথম টেস্টে নেই আগারওয়াল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:04 মঙ্গলবার, 03 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর প্রায় মাসখানেক আগেই ছিটকে গেছেন শুভমান গিল। তরুণ এই ওপেনারের ইনজুরিতে কপাল খুলতে যাচ্ছিলো মায়াঙ্ক আগারওয়ালের। ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে খেলার প্রবল সম্ভাবনা তৈরি হলেও কপাল পুড়লো মোহাম্মদ সিরাজের এক বাউন্সারে।

তাতে সিরিজ শুরুর আগে আরও একটি ধাক্কা খেলো ভারত। মাথায় বলের আঘাতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন আগারওয়াল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ট্রেন্ট ব্রিজে বুধবার শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন ভারতের ক্রিকেটাররা। নেট সেশনে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে সিরাজের বাউন্সার আগারওয়ালের হেলমেটে এসে লাগে।

এমন অবস্থায় দ্রুতই ডানহাতি এই ব্যাটসম্যানের কাছে আসেন সিরাজ, সতীর্থরা ও কোচিং স্টাফের সদস্যরা। খানিকবাদে ফিজিওর সঙ্গে নেট ছাড়েন তিনি। পরবর্তীতে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয় আগারওয়াল চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

আগারওয়ালের ইনজুরিতে প্রথম টেস্ট রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে জায়গা পেতে পারেন লোকেশ রাহুল কিংবা অভিষেকের অপেক্ষায় থাকা অভিমন্যু ইশ্বরন। অভিজ্ঞতার কারণে রোহিতের সঙ্গে দেখা যেতে পারে উইকেটরক্ষক ব্যাটসম্যান রাহুলকে।

এদিকে গিল, ওয়াশিংটন সুন্দর ও আভেষ খানের ইনজুরিতে বিকল্প হিসেবে স্কোয়াডে যুক্ত করা হয়েছে সূর্যকুমার যাদব ও পৃৃথ্বী শ’কে। তবে প্রথম দুই টেস্টে তাঁদের দুজনকে পাচ্ছে না ভারত। ইংল্যান্ডের বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টাইনের কারণে তৃতীয় ম্যাচ থেকে পাওয়া যাবে এই ক্রিকেটারকে।