ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ

সেন্ট লুসিয়ার মালিকানা কিনে নিলো পাঞ্জাব কিংস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:43 সোমবার, 02 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি সেন্ট লুসিয়া জুকসের মালিকানা কিনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চিইজি পাঞ্জাব কিংস। এর ফলে দলটির নামেও পরিবর্তন এনেছে তারা। এখন থেকে দলটির নাম সেন্ট লুসিয়া কিংস।

ফ্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সাতিশ মেনন। গত ২ আগষ্ট উন্মোচন করা হয়েছে নতুন লগো। আইপিএলে পাঞ্জাব কিংসের ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় আছেন মুহিত বর্মন, নিস ওয়াদিয়া, করণ পাল ও বলিউড অভিনেত্রী প্রিতি জিনতা। সেন্ট লুসিয়ার মালিকানায়ও এই চার জনই থাকছেন।

সেন্ট লুসিয়া কিংসের প্রধান নির্বাহী নতুন এই দায়িত্ব পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি যে, সেন্ট লুসিয়ার কিংস কেপিএইচ ড্রিম ক্রিকেট ব্যান্ডের গুরুত্বপূর্ণ অংশ এবং এই ব্যান্ডকে আরও সমৃদ্ধ করবে।’

সিপিএলের এই দলটি সব ধরনের সরঞ্জাম ভাগাভাগি করবে আইপিএলের পাঞ্জাব কিংসের সাথে। সর্বশেষ আসরে রানার্স আপ হওয়া সেন্ট লুইসের নতুন প্রধান নির্বাহী মনে করছেন তারা ভবিষ্যতে আরও ভালো কিছু উপহার দিবে লুসিয়ার দর্শকদের।

সিপিএলের আগামী আসরে সেন্ট লুসিয়াকে নেতৃত্ব দিবেন প্রোটিয়া টপ অর্ডার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি। দলটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন অ্যান্ডি ফ্লাওয়ার। আর দলের মেন্টরের দায়িত্ব পালন করবেন সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন স্যামি।

সিপিএলে ভারতীয়দের মালিকানায় ফ্যাঞ্চাইজি আছে আরও দুইটি। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় সিপিএলে খেলে ত্রিবাগো নাইট রাইডার্স। বার্বাডোস ট্রাইডেন্টসের মালিকানায় আংশীদারিত্ব আছে আইপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের।