বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

অলরাউন্ডারদের কারণে 'ভারসাম্যপূর্ণ' বাংলাদেশ, বিশ্বাস মাহমুদউল্লাহর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:07 সোমবার, 02 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেই তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার তবুও বর্তমান দলটাকে ভারসাম্যপূর্ণ মনে করেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিশেষ করে বেশ কয়েকজন অলরাউন্ডারের উপস্থিতিতে ব্যাটিং ও বোলিংয়ে বাংলাদেশের স্কোয়াডের গভীরতা বেড়েছে বলে মনে করেন তিনি। সাকিব আল হাসান ছাড়াও দলে আছেন, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকারের মতো কার্যকরী অলরাউন্ডার।

প্রয়োজনের দলের জন্য বল হাতে অবদান রাখতে পারেন মাহমুদউল্লাহ নিজেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে এটাই বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে। সেই সঙ্গে এক ঝাঁক পেসারের সেরা পারফর্ম পেতে মুখিয়ে আছেন তিনি।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের দলটা এই মুহূর্তে খুব ব্যালান্সড। ৫ থেকে ৬ জন অলরাউন্ডার আমরা খেলি। আমাদের বোলিং বিভাগও খুব ভালো। মুস্তাফিজ এখন ফিট। শরিফুল খুব ভালো বোলিং করছে। তাসকিন ভালো করছে, রুবেল আছে। সাইফ উদ্দিন টি-টোয়েন্টিতে আমাদের সেরা বোলারদের একজন।'

শুধু পেস বোলারদের প্রশংসাই করেননি মাহমুদউল্লাহ, লড়াই শুরুর আগে তিনি জানিয়েছেন, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদীদের নিয়ে গড়া স্পিন আক্রমণ নিয়েও তিনি নির্ভার। তিনি বলেন, 'স্পিনারদের মধ্যে নাসুম আছে, সাকিব তো আছেই। মেহেদি খুব ভালো অপশন, তাইজুল আছে। স্পিন আক্রমণও তাই ভালো।'

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ এখনও আশা জাগানিয়া দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি। পরিসংখ্যানই এর প্রমাণ। এখন পর্যন্ত এই সংস্করণে ১০২ ম্যাচ খেলে বাংলাদেশের জয় ৩৪টি, হার ৬৬টি। ফল আসেনি দুটি ম্যাচে। তবুও এবার যেহেতু ঘরের মাঠে খেলা হচ্ছে তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতেও আশাবাদী মাহমুদউল্লাহ।

তার ভাষ্য, 'আমরা যদি সুনির্দিষ্ট করে চিন্তাভাবনা করি এবং নিজেদের মেলে ধরতে পারি, তাহলে ভালো করা সম্ভব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের দল আরও ভালো ক্রিকেট খেলতে সক্ষম এবং সেগুলো করতে পারলে র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন আসবে।'