কাশ্মীর প্রিমিয়ার লিগ

কেপিএলে হস্তক্ষেপ করবে না আইসিসি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:04 সোমবার, 02 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কাশ্মির প্রিমিয়ার লিগ (কেপিএল) আয়োজন স্থগিত করতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কাশ্মির নিয়ে চার বছর ধরে পাকিস্তানের সাথে ভারতের দন্দ্ব থাকায় এখানে টুর্নামেন্ট আয়োজনে আপত্তি ভারতের।

তাদের চিঠির জবাবে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে কোনো ঘরোয়া টুর্নামেন্টে হস্তক্ষেপ করবে না আইসিসি। তাদের নিয়ম অনুযায়ী প্রত্যেক দেশেরই ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করার অধিকার আছে। এসকল টুর্নামেন্টের সাথে আইসিসির কোন সম্পর্ক নেই। তাই এই কেপিএল আয়োজনেও কোনো বাধা থাকছে না।

বিসিসিআই ঐ চিঠিতে কেপিএলে বিদেশি খেলোয়াড়দের উপর নিষেধাজ্ঞা চেয়েছিল। কিন্তু আইসিসি এ ব্যাপারেও কোন হস্তক্ষেপ করতে রাজি হয়নি। এ প্রসঙ্গে আইসিসি বলেছে, ‘এই টুর্নামেন্ট আইসিসির অধীনে হচ্ছে না, এটা আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টও না।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হতাশ হয়েছে বিসিসিআই এর এমন কান্ডে। পিসিবি জানিয়েছে, ‘বিসিসিআই এর এমন কান্ড একেবারেই অগ্রহণযোগ্য। এটা ক্রিকেটের জন্য বাজে উদাহরণ যা সহ্য করা যায় না। পিসিবি এই বিষয়টি যথাযথভাবে আইসিসি ফোরামে উত্থাপন করবে। আইসিসির সনদের মাঝে আমাদের জন্য যে কোনো ব্যবস্থা গ্রহণের অধিকার রয়েছে।’

তারা আরও জানায়, ‘পিসিবি মনে করে যে বিসিসিআই সাবেক ক্রিকেটারদের কাশ্মীর প্রিমিয়ার লিগে অংশগ্রহণ থেকে বিরত রাখার জন্য আইসিসির একাধিক সদস্যকে সতর্কবার্তা জারি করে খেলাটিকে অসম্মানিত করেছে। তারা আরও হুমকি দিচ্ছে যে ক্রিকেট-সংক্রান্ত কাজে তাদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।’

আগামী ৬ আগস্ট মাঠে গড়াবে কেপিএলের প্রথম আসর। ১০ দিনের এই টুর্নামেন্টে খেলবে মোট ৬টি দল। দলগুলো হলো, রাওয়ালকোট হকস, বাঘ স্ট্যালিয়েন্স, মুজাফফরাবাদ টাইগার্স, মিরপুর রয়্যালস, কোটলিউ প্যান্থার্স এবং ওভারসিস ওয়ারিয়র্স।