ভারত-ইংল্যান্ড সিরিজ

অবশেষে ইংল্যান্ডে যাচ্ছেন সূর্যকুমার-পৃথ্বী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:01 সোমবার, 02 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে করোনা পজেটিভ হয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। তার সংস্পর্শে আসায় আইসোলেশনে পাঠানো হয়েছিল আরও ৮ ক্রিকেটারকে। তাদের মধ্যে ছিলেন সূর্যকুমার যাদব ও পৃথ্বী শ।

এই দুজনই ২৪ ঘণ্টার মধ্যে ইংল্যান্ডের বিমান ধরছেন। মূলত শুভমন গিল ও ওয়াশিংটন সুন্দরের বদলি হিসেবে এই দুজনে ইংল্যান্ডে অবস্থান করা ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন। ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা থেকে সরাসরি ইংল্যান্ডে যাবে সূর্যকুমার যাদব ও পৃথ্বী।

যদিও করোনার প্রকোপের কারণে ব্রিটিশ সরকারের রেড লিস্টে আছে শ্রীলঙ্কা। কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়্যালস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বিশেষ সহযোগীতায় রেড লিস্টের নিষেধাজ্ঞায় পরছে না এই ভারতীয় ক্রিকেটাররা।

ভারতীয় গণমাধ্যমকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘তারা ভিসার জন্য অপেক্ষা করছে। গত দুই দিন (শনিবার, রবিবার) শ্রীলঙ্কায় যুক্তরাজ্য এম্বাসি বন্ধ থাকায় তারা ভিসা পায়নি। তবে এম্বাসি তাদের ভিসার ব্যাপারে অবগত আছে এবং আশা করা হচ্ছে আগামী ২৪ ঘন্টার মধ্যে তারা ইংল্যান্ডে ভারতীয় দলের সাথে যোগ দিতে পারবে।’

সিরিজে অংশ নিতে ইংল্যান্ডে গিয়ে দশ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে সূর্যকুমার ও পৃথ্বীকে। এ সময়ে তাদের দুই দফায় কোভিড পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে তারপর তারা অনুশীলনে নামতে পারবে। সব কিছু ঠিক থাকলে আগামী ১২ আগষ্ট থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা আছে তাদের। আগামী ৪ আগষ্ট থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।