কেপিএল

কেপিএল থেকে নিজের নাম সরিয়ে নিলেন পানেসার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:34 সোমবার, 02 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কাশ্মির প্রিমিয়ার লিগ (কেপিএল) থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন মন্টি পানেসার। আগামী ৬ আগস্ট থেকে পাকিস্তানের কাশ্মিরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট খেললে ভারতে প্রবেশের ক্ষেত্রে ভিসা পাবে না বিদেশী ক্রিকেটাররা। এমনটা জানিয়েছিল বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

মূলত এ কারণেই নিজের ভবিষ্যতের কথা ভেবেই ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার পানেসার এই লিগ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। কেননা সম্প্রতি ধারাভাষ্যকার হিসেবে তিনি নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা করছেন। সেক্ষেত্রে ভারত হতে পারে তার এই ক্যারিয়ার গড়ার পেছনে বড় প্রভাবক।

এক সাক্ষাতকারে পানেসার বলেন, 'যে কারণে আমি এই টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি তা হলো আমি পরিষ্কারভাবে ইসিবি এবং বিসিসিআইয়ের থেকে পরামর্শ পেয়েছি যে, আমি যদি কেপিএলে খেলি তাহলে ভারতের ভিসা পাবো না।'

তিনি আরো বলেন, 'এমনকি ভারতের ক্রিকেট সম্পর্কিত কোন ধরণের কার্যক্রম থেকে বঞ্চিত হতে পারি। আমি কেবল মাত্র স্পোর্টস মিডিয়াতে আমার ক্যারিয়ার শুরু করেছি এবং ভারত এমন একটি জায়গা যেখানে আমি কাজ করতে চাই। কেপিএলে খেললে আমি হয়ত ভারতে অনেক বড় সুযোগ হারাতাম।'

এ ছাড়া পানেসার মনে করেন, তার কেপিএলে না খেলার সিদ্ধান্তের মূল্যায়ন করবে ভারত। আগামীতে দেশটিতে ক্রিকেট সম্পর্কিত কোন ধরণের কাজের ক্ষেত্রে তার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তিনি মনে করেন, কেপিএলে খেলা বা না খেলার সিদ্ধান্ত প্রত্যকের নিজস্ব মতামত।

আগামী ৬ আগস্ট থেকে শুরু হয়ে কাশ্মিরের এই টুর্নামেন্টটি চলবে ১৬ই আগস্ট পর্যন্ত। ৬ দলের এই টুর্নামেন্টের অধিনায়কের দায়িত্ব পালন করভেন পাকিস্তানের ৬ ক্রিকেটার। বিদেশীদের মধ্যে খেলার কথা আছে শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবসদের মতো ক্রিকেটারদের।