কাশ্মীর প্রিমিয়ার লিগ

কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না পাকিস্তানের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:35 রবিবার, 01 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অধীনে প্রথমবারের মতো হতে যাচ্ছে কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল)। এই ফ্র্যাঞ্চাইজি আসরে দেশি খেলোয়াড়ের পাশাপাশি ইতোমধ্যেই নাম লিখিয়েছন বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটার। তবে এই আসরে খেলা হচ্ছে না পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা কোনো খেলোয়াড়ের।

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাস্ত সূচির পাশাপাশি করোনা মহামারীতে জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্রিকেট খেলায় মানসিক ভাবে ক্লান্ত জাতীয় দলের ক্রিকেটাররা। পিসিবির ভাষ্যমতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই, খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের কেপিএলে খেলা প্রসঙ্গে পিসিবির মিডিয়া শাখার পরিচালক সামিউল হাসান বলেছেন, ‘পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়েরা কাশ্মির প্রিমিয়ার লিগে খেলবে না, তারা এখনও ওয়েস্ট ইন্ডিজে। এই সফরের পর পাকিস্তানের সামনে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজ আছে। তাই খেলোয়াড়দের বিশ্রামও জরুরি।’

‘পিএসএল পাকিস্তানের প্রধান আসর, যেখানে জাতীয় টি-টোয়েন্টি কাপ ঘরোয়া আসর। কেপিএল হচ্ছে মালিকানা লিগ এবং শুধুমাত্র অবসর প্রাপ্ত খেলোয়াড়েরা এখানে আংশ নিবে।’-তিনি আরও যোগ করেন।

সাবেক ক্রিকেটারদের মাঝে কেপিএলের এবারের আসরে দল পেয়েছেন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবসসহ এই তালিকায় আরও আছেন ম্যাট প্রিয়র, মন্টি পানেসার, ফিল মাস্টার্ড ও ওয়াইস শাহর মতো ইংলিশ ক্রিকেটাররা।

আগামী ৬ আগস্ট মাঠে গড়াবে কেপিএলের প্রথম আসর। ১০ দিনের এই টুর্নামেন্টে খেলবে মোট ৬টি দল। দলগুলো হলো, রাওয়ালকোট হকস, বাঘ স্ট্যালিয়েন্স, মুজাফফরাবাদ টাইগার্স, মিরপুর রয়্যালস, কোটলিউ প্যান্থার্স এবং ওভারসিস ওয়ারিয়র্স।