Connect with us

ভারত-ইংল্যান্ড সিরিজ

ভারত শক্তিশালী হলেও নিজেদের প্রমাণ করতে চান লিচ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষেই, এই সিরিজের জন্য ইংল্যান্ডের মাটিতে প্রস্তু্তি নিচ্ছে বিরট কোহলির দল। তাই হোম কন্ডিশনেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইংলিশদের জন্য। তবে এই সিরিজে নিজের সামর্থ্যের জানান দিতে মুখিয়ে আছেন ইংলিশ স্পিনার জ্যাক লিচ।

এ বছরের ফেব্রুয়ারী-মার্চে ভারতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে ৩-১ ব্যবধনে হেরেছিল ইংল্যান্ড। ইংলিশদের একমাত্র জয়টা ছিল প্রথম টেস্টে। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে লিচ শিকার করেছিলেন ৬ উইকেট। আর সিরিজে তিনি একাই তুলে নিয়েছেন ১৮ উইকেট। একই প্রতিপক্ষের বিপক্ষে এবার ঘরের মাঠেও আত্মবিশ্বাসী এই স্পিনার।

ঘরের মাঠে বোলিং করাটা সবসময় উপভোগ করেন লিচ। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি বিশ্বাস করি তাদের বিপক্ষে ভালো করব। উইকেট যদি ভালো থাকে তাহলে তার সাথে আপনাকে মানিয়ে নিতে হবে। আমি ইংল্যান্ডে স্পিন বোলিং উপভোগ করি। ভারত খুবই শক্তিশালী দল, তাদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের পারফরম্যান্স বলে দেবে আমরা কোথায় আছি।'

আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে নিজের সেরাটা দিয়ে দলে নিয়মিত হতে চান লিচ। তিনি বলেন, 'আমি মনে করি, আমি এখনও দলে জায়গা পাকা করার চেষ্টা করছি। এটাই আমার মূল লক্ষ্য। আমি ভালো কিছু করতে চাই যাতে দলে জায়গা পাই এবং নিয়মিত পারফর্ম করতে পারি।'

সম্প্রতি অনির্দিষ্ট কালের জন্য ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সতীর্থের এমন সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন লিচ। এ প্রসঙ্গে তার ভাষ্য, 'সকলেই স্টোকসের পাশে আছে এবং সাধ্যমত সহযোগীতা করছে। সে মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়িছে যা প্রশংসাযোগ্য। সে আমাদের দলের গুরুত্বপূর্ন সদস্য, আমরা তার শূণ্যতা অনুভব করব।'

সর্বশেষ

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

এখানেই শেষ নয়, বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে সিরাজ

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

আইপিএলের গত আসরের ফর্ম এবারও ধরে রাখতে চান নরকিয়া

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

বাংলাদেশ ‘এ’ দলের বড় সংগ্রহ, ব্যাটিং বিপর্যয়ে এইচপি

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

নিউজিল্যান্ডকে রমিজ রাজার হুমকি

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

বিতর্কিত মানকাডে শেষ ম্যাচে হারল বাংলাদেশের যুবারা

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করেছে নিউজিল্যান্ড: শোয়েব

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

রশিদের কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

এবার শঙ্কায় ইংল্যান্ডের পাকিস্তান সফর

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

টেস্ট অধিনায়ক হিসেবে কামিন্সকেই পছন্দ গিলক্রিস্টের

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

পাকিস্তানে নিউজিল্যান্ড দলকে হুমকি, সিরিজ স্থগিত

আর্কাইভ

বিজ্ঞাপন