অলিম্পিক ক্রিকেট

অলিম্পিকে টি-টোয়েন্টি চান ইয়ান চ্যাপেল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:19 রবিবার, 01 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বেশ অনেকদিন ধরেই অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্তি নিয়ে তোরজোড় চালাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অনেকে মনে করেন অলিম্পিকে ১০০ বলে ক্রিকেট অন্তর্ভূক্ত করা যেতে পারে। যদিও এর পক্ষে নন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তী অধিনায়ক ইয়ান চ্যাপেল।

তিনি মনে করেন ভবিষ্যতে যদি অলিম্পিকে ক্রিকেট সংযুক্ত হয়, সেক্ষেত্রে তিন ফরম্যাটের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটই আদর্শ। সেক্ষেত্রে দ্য হান্ড্রেডের চাইতেও টি-টোয়েন্টি ক্রিকেটকেই বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে চ্যাপেলের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘একটি পার্থিব টেলিভিশন চুক্তি পাওয়ার জন্য বলের সংখ্যা কমানো ছাড়াও, হান্ড্রেড আয়োজনের যুক্তি হতে পারে যে, এটি অলিম্পিকে ঠাঁই পেতে ক্রিকেটের সম্ভাবনাকে উন্নত করে। এটিকে প্রায়সই ক্রিকেটের জনপ্রিয়তাকে আরো বিস্তৃত করার উপায় হিসেবে উল্লেখ করা হয়। নিঃসন্দেহে সেই সম্ভাবনা বিন্দুমাত্র না কমিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটও সেই জায়গা দখল করতে পারে।’

অলিম্পিকে ক্রিকেট সংযুক্ত করাটাও খুব একটা সহজ হবে না সংশিষ্টদের। কেননা ক্রিকেট খেলতে আলাদা স্টেডিয়ামের প্রয়োজন। এর ফলে অলিম্পিকের আয়োজকদের শুধু ক্রিকেটের জন্য আলাদা করে স্টেডিয়ামে বানাতে হবে। 

অলিম্পিকের জন্য যদি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করতে হয়, সেটি অনেক ব্যয়বহুল। আর অলিম্পিক শেষে পুরো স্টেডিয়ামটিই অনর্থক ফাঁকা পড়ে থাকবে। এতসব প্রতিকূলতা থাকা সত্ত্বেও অলিম্পিকে ক্রিকেট সংযুক্ত করতে আশাবাদী আইসিসি। ক্রিকেট সংশ্লিষ্টরাও চান ঐতিহ্যে ঠাঁসা অলিম্পিকে ঠাঁই হোক খেলাটির।

অলিম্পিক মূলত কয়েক হাজার বছরের পুরনো। তবে আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু ১৮৯৬ সালে। এর চার বছর পর ১৯০০ সালে প্যারিস অলিম্পিক গেমসে প্রথম খেলা হয় ক্রিকেট। ওই ম্যাচে স্বাগতিক ফ্রান্সকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল গ্রেট ব্রিটেন। অলিম্পিকের ইতিহাসে সেটাই প্রথম এবং একমাত্র ক্রিকেট ম্যাচ। মজার বিষয় হলো, ফ্রান্সে ক্রিকেট স্টেডিয়াম না থাকায় ম্যাচটি কোনো ক্রিকেট মাঠে খেলা হয়নি। হয়েছিল একটি সাইক্লিং স্টেডিয়ামে।

এরপর একশ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও অলিম্পিকে আর ক্রিকেট ইভেন্ট দেখা যায়নি। তবে ক্রিকইনফোর সূত্রে জানা গেছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেই ক্রিকেট যুক্ত করার চেষ্টা করছে আইসিসি। তবে কেউ কেউ মনে করছেন লস অ্যাঞ্জেলেসে সম্ভব না হলেও ২০৩২ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ক্রিকেট যুক্ত করা সম্ভব হবে।

২০২০ সালেই অলিম্পিকে টি-১০ সংস্করণ যুক্ত করার দাবি জানিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। তখন তিনি বলেছিলেন, ‘ক্রিকেটের অন্য তিন সংস্করণের চেয়েও টি-১০ সংস্করণ অলিম্পিক বা কমনওয়েলথ গেমসের মতো ক্রীড়া আসরের জন্য খুবই আকর্ষণীয় হতে পারে। এর মূল কারণ টি-১০ ক্রিকেটের পুরো আয়োজনটি আপনি ১০ দিনের মধ্যে সেরে ফেলতে পারেন।’