পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

লড়াই করেই হেরেছি: পোলার্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:08 রবিবার, 01 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ রানের ব্যবধানে হেরেছে ক্যারিবীয়রা। এমন হারের পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড জানিয়েছেন তার দল লড়াই করেই হেরেছে।

পাকিস্তানের দেয়া ১৫৮ রান তাড়া করতে নেমে ১৫০ রানের বেশি করতে পারেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। গায়ানার মন্থর উইকেটে মাঝারিমানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারেই আন্দ্রে ফ্লেচারকে বোল্ড করেন মোহাম্মদ হাফিজ।

পাওয়ার প্লেতে তার মিতব্যয়ী বোলিংয়ে দুই উইকেট হারিয়ে ৩১ রানের তুলে ক্রিস গেইল-এভিন লুইসরা। টপ অর্ডার ব্যাটসম্যানদের মন্থর ব্যাটিংয়ে জয়টা কঠিন হয়ে যায় ক্যারিবিয়ানদের জন্য। তবে শেষ দিকে ঝড় তুলেন নিকোলাস পুরান। এই মিডল অর্ডার ব্যাটসম্যান একাই আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত ৩৩ বলে অপরাজিত ৬২ রান করে তিনি কেবলই ব্যাবধান কমিয়েছেন।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে পোলার্ড বলেন, 'আমি মনে করি ছেলেরা সত্যিই দারুণ লড়াই করেছে এবং এটা ঠিক যে আমরা হেরেছি কিন্তু আমরা লড়াই করেই হেরেছি, এটা ভাল ছিল। পাকিস্তান তাদের লেগ স্পিনার দিয়ে কৌশল সাজিয়েছে। আমি মনে করি তারা এটি খুব ভাল ভাবেই করতে পেরেছে। লক্ষ্য তাড়া করতে গিয়ে আমরা কিছু জায়গা দেখতে পেয়েছি এবং আমরা চেষ্টা করছি এখানে উন্নতি করতে।'

পাওয়ার প্লেতে তিন ওভারে বোলিং করে এক মেইডেন সহ মাত্র পাঁচ রান দেয়ায় হাফিজের বোলিংয়ের প্রশংসা করে পোলার্ড বলেন, '১৭০-৮০ হলে অনেক বেশি হত, আমদের ছেলেরা শেষ দশ ওভারে দারুণ বোলিং করে ম্যাচে ফিরে এসেছে। উইকেটে ময়েশ্চার ও সুইং ছিল, পাকিস্তান দারুণভাবে উইকেটকে ব্যাবহার করেছে। আপনি দেখেন, হাফিজ চার ওভারে প্রায় পাঁচ-ছয় রান দিয়েছে, আমরা শুধুমাত্র কয়েকটি সিঙ্গেলস নিতে পেরেছি।'

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে পাকিস্তান। সফকারীদের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক বাবার আজম। এ ছাড়া মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ৪৬ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬ রানে চারটি উইকেট নিয়েছেন জেসন হোল্ডার।