অস্ট্রেলিয়া - ভারত সিরিজ

নেতিবাচক খবরে হতাশ ডমিঙ্গো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:51 রবিবার, 01 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়ানডে ক্রিকেটে যতটা উজ্জ্বল টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে ততটাই যেন অনুজ্জ্বল বাংলাদেশ। ৫০ ওভারের ক্রিকেট নিয়ে ইতিবাচক খবর থাকলেও টি-টোয়েন্টি নিয়ে নেতিবাচক কথায় ভরপুর সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা খবরের পাতা। দল নিয়ে নেতিবাচক খবরে হতাশ রাসেল ডমিঙ্গো।

পরিসংখ্যানে টি-টোয়েন্টিতে খুব বেশি ভালো দল না হলেও সেটি মানতে নারাজ তিনি। বাংলাদেশের এই প্রধান কোচের দাবি, ওয়েস্ট ইন্ডিজের মতো পেশি শক্তি সমৃদ্ধ কোন ক্রিকেটার না থাকরেও দলে বেশ কয়েকজন দারুণ খেলোয়াড় রয়েছে।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘প্রতিনিয়ত বাংলাদেশ দল নিয়ে নেতিবাচক খবর পড়াটা সত্যি হতাশাজনক। কেন আপনারা বলেন বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো দল না? আমি মনে করি আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে। তাদের উন্নতির জায়গা আছে তবে আমাদের টি-টোয়েন্টি দলটা বেশ ভালো।’

বাংলাদেশের প্রধান কোচ আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের মতো আমাদের পেশি শক্তি সমৃদ্ধ ক্রিকেটার হয়তো খুব বেশি নেই কিন্তু স্কিলের দিক থেকে ভালো কিছু খেলোয়াড় আছে। মিডিয়ায় নিয়মিত দল নিয়ে নেতিবাচক খবর হতাশার। আমি একমত না যে আমরা টি-টোয়েন্টিতে বাজে দল। আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে, তাদের উন্নতির জায়গা আছে এটা ঠিক। দলকে ইতিবাচকভাবে সমর্থন দিলে তারা নিজেদের মেলে ধরতে পারবে।’

নিয়মিত ওয়ানডে খেললেও খুব বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ হয় না বাংলাদেশের। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হোয়াইটওয়াশ হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। 

কিউইদের বিপক্ষে ভালো করতে না পারলেও জিম্বাবুয়ে সফরের সিরিজ জয় আশা জাগাচ্ছে ডমিঙ্গোকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিবাচক কিছু হবে বলে বিশ্বাস করেন তিনি। ডমিঙ্গো মনে করেন, অজিদের বিপক্ষে ইতিবাচক কিছু করতে পারলে সেটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশকে কাজে দেবে। এদিকে বাংলাদেশের আরও উন্নতির জায়গা রয়েছে বলে স্বীকার করেছেন তিনি।

ডমিঙ্গো বলেন, ‘আমাদের উন্নতির জায়গা আছে, অবশ্যই। কিন্তু আমরা খুব বেশি টি-টোয়েন্টি খেলিনা। নিউজিল্যান্ডে খুব বাজে হয়েছে, তবে জিম্বাবুয়েতে ছেলেরা ভালোই করেছে। আমি আশা করবো ইতিবাচক কিছুই হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে যা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের জন্য কাজে দিবে।’