বাংলাদেশ - অস্ট্রেলিয়া সিরিজ

বাংলাদেশে ভালো করে বিশ্বকাপের টিকিট কাটতে চান টার্নার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:17 রবিবার, 01 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের কন্ডিশনে বরাবরই আধিপত্য বিস্তার করেন স্পিনাররা। নিজে স্পিনার হওয়ায় এখানে ভালো করার সুযোগটা লুফে নিতে চান অ্যাস্টন টার্নার। সেই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে ভালো করে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে নিজের জায়গা পোক্ত করতে চান এই অলরাউন্ডার। 

ক্যারিয়ারে বেশ কয়েকবারই কাঁধের ইনজুরিতে পড়েছেন টার্নার। যা গেল দুই বছরে সবচেয়ে বেশি দেখা গেছে। এই সময়টায় তাঁকে বল হাতে দেখা যায়নি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও বল হাতে ফেরেন তিনি। 

ক্যারিবীয়দের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে ১৪ ওভার বোলিং করেছেন টার্নার। যেখানে দুটি উইকেটও নিয়েছেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল দীর্ঘদিন পর বোলিংয়ে ফিরলেও বলের ওপর দারুণ নিয়ন্ত্রণ ছিল তাঁর।

মঙ্গলবার (৩ আগস্ট) থেকে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের আগে বাংলাদেশের স্পিন কন্ডিশনে ভালো বোলিং করে নির্বাচকদের নজর কাড়তে চান টার্নার। সেই সঙ্গে এই অলরাউন্ডার মনে করেন, এমন কন্ডিশনে অধিনায়কের জন্য আরও একটি অপশন হতে পারেন তিনি।

এ প্রসঙ্গে টার্নার বলেন, ‘বোলিংটা এমন কিছু যা আমি সবসময়ই ভালোবাসি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাঁধের ইনজুরির কারণে খুব বেশি ম্যাচ অবদান রাখতে পারিনি। প্রায় দুবছর আগে আমার সর্বশেষ অস্ত্রোপচার হয়েছে। দীর্ঘদিন পর বোলিং করে আমি খুব ভালো অনুভব করছি। যদিও আমি অনেক ম্যাচে বোলিং করতে পারিনি। অনুশীলনে অনেক কাজ করেছি এবং স্পিনের জন্য এটি ভালো একটি কন্ডিশন।’

এই অজি অলরাউন্ডার বলেন, ‘অধিনায়কের আরও একটি অপশন হতে পারি। আশা করি এখান থেকে আমার বোলিংয়ের ওয়ার্কলোড বৃদ্ধি পাবে। আমার মনে হয় না যে গেল ৪ বছরে এক ম্যাচে ৮ ওভার বোলিং করেছি। কোন সন্দেহ নেই যে কিছুটা সময় নেবে। সাম্প্রতিক সময়ে আমি সব করে ফেলিনি। আমি এটা উপভোগ করতে শুরু করছি।