আফগানিস্তান - পাকিস্তান সিরিজ

না জানিয়ে দল ঘোষণা করায় আফগানিস্তানের প্রধান নির্বাচকের পদত্যাগ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:35 শনিবার, 31 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। সিরিজ শুরুর মাস খানেক আগে পাকিস্তান সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

কিন্তু পাকিস্তানের বিপক্ষে দল নির্বাচনের ক্ষেত্রে প্রধান নির্বাচক আসাদুল্লাহ খানের মতামত নেয়া হয়নি। যে কারণে এসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। সেই সঙ্গে ছয়টি কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এই কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।

ঘোষিত স্কোয়াডে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন আসগর আফগান, শরাফউদ্দিন আশরাফ, ইয়ামিন আহমাদজাই, জাভেদ আহমাদি, গুলবাদিন নাইব, উসমান গনি এবং সৈয়দ আহমাদ শারজাদ।

এদিকে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন সেদিক আতাল, আব্দুল রহমান, নুর। আফগানিস্তানের ওয়ানডে দলে ফিরেছেন করিম জানাত, ইকরাম আলিখিল ও ইব্রাহিম জাদরান। ফজল হক ফারুকি এবং শহিদুল্লাহ কামালও জায়গা পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে।

দল নির্বাচন নিয়ে তাঁকে অবহিত না করায় ২৪ জুলাই এসিবির চেয়ারম্যান ফারহান ইউসুফজাইকে পদত্যাগ পত্র জমা দেন আসাদুল্লাহ। যা গেল ২৭ জুলাই গৃহিত হয়। যেখানে দল নির্বাচনে অক্রিকেটীয় মানুষদের প্রভাব খাটানোর বিষয় উল্লেখ করে ছয়টি কারণ তুলে ধরেছেন।

পদত্যাগ পত্রে তুলে ধরা কারণ ছয়টি হলো:

১. দায়িত্ব গ্রহণের পর থেকে চাহিদা মোতাবেক যথাযথ নির্বাচক কমিটি না দেয়া

২. প্রধান নির্বাচকের দায়িত্ব পালনের সময় অতিরিক্ত বাধা প্রদান

৩. খেলোয়াড়দের সম্পর্কে ধারণা না থাকা অক্রিকেটীয় মানুষদের সম্পৃক্ততা

৪. দল গোছানোর ক্ষেত্রে তাঁর মতের গুরুত্ব না দেয়া

৫. তিন মাস ধরে বলার সত্ত্বেও চেয়ারম্যান ইউসুফজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ না পাওয়া

৬. পাকিস্তানের বিপক্ষে সিরিজের স্কোয়াড সম্পর্কে অবগত না থাকা

পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তান ওয়ানডে দল: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিক আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি, নাজিবউল্লাহ জাদরান, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, শহিদুল্লাহ কামাল, করিম জানাত, আজমত ওমরজাই, রশিদ খান, আব্দুল রহমান, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি এবং নূর আহমেদ।