শ্রীলঙ্কা-ভারত সিরিজ

ভারতের শ্রীলঙ্কা সফর সময়ের অপচয় মাত্র!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:11 শুক্রবার, 30 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ভারতের মূল দল এখন যুক্তরাজ্যে। একই সময় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্ট সিরিজ খেলেছে ভারতের আর একটি দল। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন সেই দলটি লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে।

অবশ্য এর পেছনে অনেক বড় হাত রয়েছে করোনার। প্রথম টি-টোয়েন্টির পর ঐ দলে থাকা ক্রুনাল পান্ডিয়া করোনা আক্রান্ত হলে তার সংস্পর্শে থাকা ৯ ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়। ফলে শেষ দুই ওয়ানডেতে ভারতের সেরা একাদশ তৈরিতেই হিমশিম খায় ভারতের টিম ম্যানেজমেন্ট।

অনঅভিজ্ঞ দল নিয়ে তারা শেষ দুটি টি-টোয়েন্টিতে হেরে সিরিজও হেরে যায়। এ কারণেই ভারতের সাবেক ক্রিকেটার যজবেন্দ্র সিং মনে করছেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে যাওয়া ভারতের জন্য সময় অপচয় মাত্র। এতে দেশের ক্রিকেটেরই মান-সম্মান ক্ষুন্ন হয়েছে।

তিনি বলেন, 'তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি -টোয়েন্টি নিয়ে শ্রীলঙ্কা সফর ভারতের জন্য সময়ের অপচয় হয়েছে। আর্থিকভাবে সংগ্রামরত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সাহায্য করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক এটি ছিল একটি শুভেচ্ছা।'

তিনি আরো বলেন, 'একজনের প্রতিবেশীর প্রতি ভাল লাগার এবং তাদের প্রয়োজনের সময়টিতে তাদের সহায়তা করার জন্য প্রশংসা পাবার যোগ্য বিসিসিআই। তবে একজনকে বুঝতে হবে যে জাতীয় গর্ব এবং প্রতিপত্তি ঝুঁকির মধ্যে রয়েছে।'

শ্রীলঙ্কার অপেক্ষা অনঅভিজ্ঞ দল পাঠানোরও সমালোচনা করেন যুজবেন্দ্র। তিনি বলেন, 'শ্রীলঙ্কা দল টেস্ট খেলুড়ে দেশগুলির স্তরের মধ্যে সবথেকে নীচে আছে। তাই তাদের পরাজিত করার জন্য আমাদের সকলের মনে হয়েছিল একটি পূর্ণ শক্তির ভারতীয় দলের প্রয়োজন ছিল না।'