শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা

তিন বছর পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:00 শুক্রবার, 30 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

তিন বছর পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। সফরে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দু'দল। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

সফরের চূড়ান্ত বৃত্তান্ত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সূচি অনুযায়ী, ২ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।

৪ ও ৭ সেপ্টেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১০ সেপ্টেম্বর। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ ও ১৪ সেপ্টেম্বর।

টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই দেশে ফিরে যাবে প্রোটিয়ারা। এর আগে ২০১৮ সালে শেষবার শ্রীলঙ্কা সফরে গিয়েছিল প্রোটিয়ারা।  যেখানে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল সফরকারীরা।

একমাত্র টি-টোয়েন্টিতে জিতেছিল শ্রীলঙ্কা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উপমহাদেশে সীমিত ওভারের ক্রিকেট খেলার সুযোগ পেয়ে খুশি সিএসএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ফোলেটসি মোয়েস্কি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আরও একটি সফর চূড়ান্ত হওয়ায় আমরা উচ্ছ্বসিত।'

'উপমহাদেশের মাটিতে মানসম্পন্ন দলের বিপক্ষে খেললে বিশ্বকাপের ভালো প্রস্তুতি হবে। ঠাসা সূচির মধ্যে আমাদের খেলার সুযোগ করে দেওয়ায় শ্রীলঙ্কাকে ধন্যবাদ’ আরও যোগ করেন তিনি।