অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

যুব বিশ্বকাপের আগে অজি তরুণদের দায়িত্বে পেইন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:20 শুক্রবার, 30 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আয়োজিত হবে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ১৪তম আসর। দিনক্ষণ চূড়ান্ত না হলেও শোনা যাচ্ছে, আগামী জানুয়ারিতে বসতে পারে আসরটি। তাই তরুণদের আইসিসির এই বৈশ্বিক আসরকে সামনে রেখে এখন থেকেই অজি যুবাদের প্রস্তুত করে নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক টিম পেইনকে যুব দলের কোচিং স্টাফের সঙ্গে অর্ন্তভূক্ত করা হয়েছে।

যুব দলের পরামর্শদাতার ভূমিকা গ্রহণ করার লক্ষ্যে সম্প্রতি হাই-পারফরম্যান্স (লেভেল-থ্রি) কোচিংয়ের শংসাপত্র গ্রহণ করেছেন পেইন। এদিকে আগামী আগস্টের প্রথম সপ্তাহেই ডারউইনে নর্দান টেরিটোরি ক্রিকেট প্রোগ্রামে তিনটি একদিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই সময়টায় অজি যুবা দলের পরামর্শক হিসেবে যোগ দেবেন পেইন। মূলত পেইনের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুবাদের প্রস্তুত করাই অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য।

পেইনের কোচিংয়ে যুবাদের দারুণ সম্ভাবনা দেখছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল ট্যালেন্ট অ্যান্ড পাথওয়েজ ম্যানেজার গ্রাহাম ম্যানুউ। তিনি বলেন, ‘পেইনের সংশ্লিষ্টতা আরো ইঙ্গিত দেয় যে, ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারকে এক সময় কোচের ভূমিকায় দেখা যেতে পারে। সে যখন গ্রাফস জোড়া তুলে রাখবে ডেভেলোপমেন্ট দলের সঙ্গে তাকে দেখা যেতে পারে।’

ম্যানুউ বলেন, ‘আমরা জানি তিনি প্রতিভা শনাক্তকরণ এবং প্রতিভা ব্যবস্থাপনায় গভীর আগ্রহ খুঁজে পেয়েছেন। তিনি স্পষ্টতই খেলার দিন অতিক্রম করে তার ভবিষ্যতের কথা ভাবছেন। এটা ভাল যে আমরা তাকে সমর্থন করার সুযোগ পেয়েছি। তিনি তার লেভেল-থ্রি, বা উচ্চ-পারফরম্যান্স কোচের স্বীকৃতি গ্রহণ করেছেন যাতে তিনি এই প্রক্রিয়াটি শুরু করছেন।’

‘এটি তাকে কী ঘটছে তা দেখার সুযোগ দেয় এবং ডারউইনের সাথে জড়িত অন্যান্য কোচদের কাছ থেকে কিছুটা শিখতে পারে। এর অর্থ এই যে তিনি অস্ট্রেলিয়ান দলের কেবল বর্তমান খেলোয়াড় নয়, ভবিষ্যতের খেলোয়াড়দের কাছ থেকেও সেসব আচরণ ও মূল্যবোধ আশা করে, সেটার ক্ষেত্রে পেইন অবদান রাখতে পারেন।’

২০০৯ সালে অভিষেকের পর অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে মোট ৮২টি ম্যাচে মাঠে নেমেছেন পেইন। ২০১৮ সালের পর সীমিত ওভারের ক্রিকেটে পেইন অনিয়মিত হয়ে পড়লেও বর্তমানে টেস্ট দলকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। ভবিষ্যতে খেলোয়াড়ি জীবন শেষ করে হয়তো পুরোপুরিভাবে কোচিংয়ে মনোনিবেশ করতে পারেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।