ভারত-শ্রীলঙ্কা সিরিজ

সমালোচনায় দুর্বল হচ্ছেন না রানা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:46 শুক্রবার, 30 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে টানা ২ ম্যাচে হেরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ভারত। এর মধ্যে সর্বশেষ টি-টোয়েন্টিতে মাত্র ৮১ রানে থামতে হয়েছে ভারতকে।

এমন হারের পর ভারতের ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে। মূলত ক্রুনাল পান্ডিয়া করোনায় আক্রান্ত হওয়ার কারণে আরও ৮ ক্রিকেটারকে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে।

ফলে তুলনামূলক দুর্বল দল নিয়ে মাঠে নামতে হয়েছে ভারতীয়দের। এই সিরিজেই অভিষেক হয়েছে ভারতীয় ব্যাটসম্যান নীতিশ রানার। এই পরাজয় থেকে অনেক কিছু শিখেছেন বলে জানালেন তিনি।

রানা তার টুইটারে লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া শুধুমাত্র জয়ের বিষয়ে পোস্ট করার জন্য নয়, আমাদের ব্যর্থতা পোস্ট করারও জায়গা বটে। এই সফরটা আমার আশানুরূপ যায়নি। তবে গত তিনটি ম্যাচ থেকে আমি অনেক কিছু শিখেছি। যখন থেকে আমি ব্যাট হাতে নিয়েছি তবে থেকেই সবসময় আমি ভাগ্যের থেকে কঠোর পরিশ্রমের ওপর বেশি বিশ্বাস করেছি এবং এটা (ব্যর্থতা) আমায় আটকাতে পরাবে না।’

একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। যদিও তিনি জানিয়েছেন, কঠোর পরিশ্রম করেই জাতীয় দলে এসেছেন তিনি। সুযোগ পেলে আবারও নিজেকে উজার করে দিতে চান তিনি।

রানা আরও বলেছেন, 'সমালোচকরা বরাবরই কিছু না কিছু বলবে। তবে সেই সমালোচনা আমাকে কিছুতেই দুর্বল করতে পারবে না কারণ আমি জানি এর জন্য (জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য) আমি কতটা পরিশ্রম করেছি। আমি নিজের পরিশ্রম চালিয়ে যাব এবং আরও শক্তিশালী হয়ে আমার ও আমার দলের হয়ে সাফল্য অর্জন করব।’