ভারত-ইংল্যান্ড সিরিজ

পার্থক্য গড়ে দিতে পারেন সিরাজ, বিশ্বাস স্টেইনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:48 বৃহস্পতিবার, 29 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের পেস আক্রমণে এখন এক ঝাঁক তরুণ পেসার। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের ভারতের পেস আক্রমণে দেখা যাবে জসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

এই সিরিজে সেরা বোলিং পেতে ভারতীয় পেসারদের ফিট থাকার পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন। ভারতের বর্তমান পেস আক্রমণ দারুণ পছন্দ হয়েছে তার।

স্টেইন বলেছেন, 'তাদের এখন যা আছে আমার দারুণ পছন্দ। যে বোলাররা আছে তারা কিছুটা ভিন্ন। আমার পরামর্শ হবে তারা যেন নিজেদের ফিট রাখে। পাঁচটি টেস্ট ম্যাচ। তাদের অনেক বোলিং করতে হবে। অনেক উইকেট নিতে হবে এবং তাদের ওপর ভরসা করতে হলে অনেক বোলিং করতে হবে তাই তাদের ফিট থাকা উচিত।'

বিশেষ করে সিরাজের বোলিং মুগ্ধ করেছে স্টেইনকে। এই প্রোটিয়া পেসার মনে করেন তার মনোভাবই তাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে। স্টেইনের বিশ্বাস এই সিরিজে সিরাজ প্রমাণ করবেন কেন তিনি অন্যদের চেয়ে আলাদা।

সিরাজের প্রশংসা করে স্টেইন বলেন, 'মোহাম্মদ সিরাজ এমন একজন যে পার্থক্য গড়ে দিতে পারে। আমার ধারণা তার খেলার মনোভাব বেশ ভালো। একটা জিনিস ভুলে গেলে চলবে তা তোমরা ইংল্যান্ডের কন্ডিশনে খেলছো।'

স্টেইনের বিশ্বাস সিরাজ নিজের কাজটা ঠিকভাবেই করতে পারবেন, 'এখানে শুধু সঠিক জায়গায় বল ফেললেই হবে না মনোভাবটাও ধরে রাখতে হবে। মুখোমুখি লড়াই করতে হবে এবং তাদের শট খেলার জন্য বাধ্য করতে হবে যেটা তারা সবসময় চায় না। আমার মনে হয় সিরাজ এমন একজন যে এটা পারবে।'