পাকিস্তান ক্রিকেট

আমি অনেকের চেয়ে ভালো অলরাউন্ডার: আলী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:38 বৃহস্পতিবার, 29 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সর্বশেষ ২০১৬ সালে পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছিলেন আনোয়ার আলি। এরপর থেকে ইনজুরির সঙ্গে লড়াই করেছেন ডানহাতি এই পেসার। বছর দুয়েক হলো ঘরোয়া ক্রিকেটে খেললেও জাতীয় দলে ফেরা হয়নি তাঁর।

ঘরোয়াতে নিয়মিত পারফর্ম করেও জাতীয় দলে সুযোগ না পাওয়ায় আক্ষেপ করেছেন আনোয়ার। ৩৩ বছর বয়সি এই পেসারের দাবি, অলরাউন্ডার হিসেবে ঘরোয়া ক্রিকেটের বেশিরভাগ ক্রিকেটারের চেয়ে তাঁর পারফরম্যান্স ভালো।

এ প্রসঙ্গে আনোয়ার বলেন, 'বিগত কয়েক বছরে আমি ইনজুরির সঙ্গে অনেকটা লড়াই করেছি। কিন্তু আমি এখন একেবারে ফিট। সেই সঙ্গে নিয়মিতই ঘরোয়া ক্রিকেট ও বিশ্বব্যাপী খেলে বেড়াচ্ছি।'

ডানহাতি এই পেসার আরও বলেন, 'কয়েক বছরে সাদা বলের ক্রিকেটে যদি আমার পারফরম্যান্স দেখেন। আমি মনে করি আপনি খুব বেশি ক্রিকেটার খুঁজে পাবেন না যারা কিনা অলরাউন্ডার হিসেবে আমার চেয়ে ভালো পারফর্ম করেছে।'

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল)। যেখানে মুজাফফররাবাদ টাইগার্সের হয়ে খেলবেন তিনি। যেখানে পারফর্ম করতে মুখিয়ে ডানহাতি এই পেসার।

আনোয়ার বলেন, 'মুজাফফরাবাদ টাইগার্স ও কাশ্মীর প্রিমিয়ার লিগে (কেপিএল) খেলা নিয়ে আমি রোমাঞ্চিত। আশা করি এই টুর্নামেন্টে আমরা ভালো কিছু দেখাতে পারবো।'