শ্রীলঙ্কা-ভারত সিরিজ

ছুটি কাটাতে আসেনি ওরা, যোগ্যতাই অর্জন করেই এসেছে: দ্রাবিড়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:38 বৃহস্পতিবার, 29 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়ানডে সিরিজ ঠিক মতো চললেও টি-টোয়েন্টি সিরিজের মাঝ পথে ভারত শিবিরে হানা দেয় করোনা। ক্রুনাল পান্ডিয়ার শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। তার সংস্পর্শে থাকায় ভারতের ৯ ক্রিকেটারকে রাখা হয় আইসোলেশনে। তাই চলমান টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের সেরা একাদশ তৈরিতে বিপাকে পড়তে হয়।

অভিষেক করাতে হয় চারজনকে। বাধ্য হয়ে টিম ম্যানেজমেন্টকে খেলাতে হয় মাত্র ৫ ব্যাটসম্যান আর ৬ বিশেষজ্ঞ বোলার নিয়ে। এর আগে ওয়ানডে সিরিজ জয়ের পর তৃতিয় ,্যাচে ৫জন নতুন ক্রিকেটারের অভিষেক ঘটিয়েছিল ভারত। এ নিয়ে ভারতের টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছিলেন অনেকেই।

অনেকেই বলছিলেন প্রথম আন্তর্জাতিক সফরে এতগুলো ক্রিকেটারকে অভিষেক ঘটানো ঠিক হয়নি। কিন্তু শ্রীলঙ্কা সিরিজে ভারতের প্রধান কোচ রাহল দ্রাবিড় মনে করছেন, কোন ক্রিকেটারকে ১৫ বা ২০ সদস্যের দলে নির্বাচন করা মানে সে খেলতে প্রস্তুত। তাকে ছুটি কাটানোর জন্য সফরে নিয়া আসা হয়নি।

তিনি বলেন, 'আমরা ওয়ানডে সিরিজ জয়ের পরে কয়েকজন নতুন ছেলেকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। স্পষ্টতই, পরিস্থিতি আমাদের সিরিজ জয়ের আগেই এখানে এটি করতে বাধ্য করেছিল। তবে আমি বিশ্বাস করি যে আপনি যদি নির্বাচিত হন তবে ভারতের হয়ে খেলার যোগ্য।'

তিনি আরো বলেন, 'এটি ১৫ জন খেলোয়াড় বা ২০ জন খেলোয়াড়ই হোক না কেন আপনি একাদশে খেলতে পারার পক্ষে যথেষ্ট যোগ্য। আমি সত্যিই মনে করি না যে নির্বাচকরা আপনাকে ১৫ জনের দলে নির্বাচিত করেছে বেঞ্চ গরম করার জন্য বা ছুটির কাটানোর জন্য নয়, অবশ্যই খেলার জন্য।'

অভিষেক ঘটা ভারতের ক্রিকেটাররা অবশ্য শ্রীলঙ্কা সিরিজে ভালো করেত পারেননি। ফলে এ নিয়েও সমালোচনা হয়েছে নিতিশ রানা-রুতুরাজ গাড়কোয়াড়দের। তবে দ্রাবিড় বলছেন তারা নিজেরা জাতীয় দলের এই ক্যাপ অর্জন করেছে নিজেদের খেলার মাধ্যমেই।

তারা তাদের ভারত জাতীয় দলের ক্যাপগুলি অর্জন করছে। আমি সেই যুক্তি বুঝতে পারছি না। যেমন আমি বলেছি, আপনি যদি ১৫ জনের একটি দলে নির্বাচিত হন আপনি যে কোনও পরিস্থিতিতে সেরা একাদশে খেলতে পারেন এমন কথা মাথায় রেখেই আপনাকে নির্বাচিত করা হয়েছে।

আপনি অবশ্যই ভারত জাতীয় দলের এই মর্যাদাপূর্ণ এই ক্যাপটি পাওয়ার অধিকার অর্জন করেছেন। সেই সুযোগটি গ্রহণ করা এবং সম্পাদন করা আপনার নিজ দায়িত্ব। আমি সত্যিই বিশ্বাস করি যে এখানে যারা আছে তারা এটি অর্জন করেছে।