ভারতের ক্রিকেট

হগ বলছেন, বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা হতে পারেন সুর্যকুমার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:06 বৃহস্পতিবার, 29 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বেশীদিন হয়নি সূর্যকুমার যাদবের। ওয়ানডে খেলেছেন মাত্র ৩টি, টি-টোয়েন্টির ম্যাচ সংখ্যা মাত্র ৪। তবে ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত এই ক্রিকেটারকে এখনই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে দেখছেন ব্র্যাড হগ। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার সাবেক এই স্পিনারের মনে করছেন, বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হবেন এই ভারতীয়।

আইপিএল ও ভারতের ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরে নিয়মিত পারফর্মার সূর্যকুমার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর রান করে যাচ্ছেন নিয়মিত। এখন পর্যন্ত তিন টি-টোয়েন্টিতে করেছেন ৫৭, ৩২ ও ৫০। স্ট্রাইকরেট প্রায় ১৭০!

চলতি শ্রীলঙ্কা সফরে ওয়ানডে অভিষেকও হয়ে যায় সুর্যকুমারের। অভিষেক সিরিজে ৬২ গড়ে ও প্রায় ১২৩ স্ট্রাইক রেটে ১২৪ রান করে নির্বাচিত হয়েছেন সিরিজ সেরা। প্রথম টি-টোয়েন্টিতে হাঁকিয়েছিলেন হাফ সেঞ্চুরি। দ্বিতীয়টিতে আইসোলেশনে থাকার কারণে খেলতে পারেননি।

আইপিএল চলাকালীন সূর্যকুমারকে খুব কাছ থেকেই দেখেছেন হগ। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বললেন, এই ব্যাটসম্যানের খেলায় অনেক উন্নতি হয়েছে। হগ বলেন, 'আমার মনে হয়, সূর্যকুমার নিশ্চিতভাবেই বিশ্বকাপে থাকবে। রোহিত শর্মার সঙ্গে ওপেন করবে বিরাট কোহলি।'

'এরপর তিনে আসবে সূর্যকুমার। তার খেলা এখন এত বিস্তৃত হয়েছে। শটের পরিধি এত বেশি এখন অপ্রথাগত অনেক শটও খেলে সে, লেগ ও অফ সাইডে ভিন্ন ধরনের র‌্যাম্প শট খেলেআবার পায়ের ব্যবহারে আক্রমণাত্মক শটও খেলে আমার মনে হয়।'

'এই টুর্নামেন্টে সে পার্থক্য গড়ে দেবে। সে যদি দাঁড়িয়ে যায় এবং তার শটের প্রদর্শনীতে বোলারদের নাড়িয়ে দেয়, তাহলে ভারতের জন্য টুর্নামেন্ট গড়ে দেবে সে। আমার মতে, এই টুর্নামেন্টে সূর্যকুমার হবেন ভারতের ভরসা, তার দিকেই চোখ রাখতে হবে। আমার তো মতে হয়, বিশ্বকাপের প্লেয়ার অব দা টুর্নামেন্টও হতে পারে সে।' আরও যোগ করেন হগ।