শ্রীলঙ্কা-ভারত সিরিজ

তবুও লড়াই করেই হারলো ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:27 বৃহস্পতিবার, 29 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়ানডে সিরিজ ঠিক মতো চললেও টি-টোয়েন্টি সিরিজের মাঝ পথে ভারত শিবিরে হানা দেয় করোনা। ক্রুনাল পান্ডিয়ার শরীরে এই ভাইরাসের অসিস্ত পাওয়া যায়। তার সংস্পর্শে থাকায় ভারতের ৯ ক্রিকেটারকে রাখা হয় আইসোলেশনে। তাই চলমান টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের সেরা একাদশ তৈরিতে বিপাকে পড়তে হয়।

অভিষেক করাতে হয় চারজনকে। বাধ্য হয়ে টিম ম্যানেজমেন্টকে খেলাতে হয় মাত্র ৫ ব্যাটসম্যান আর ৬ বিশেষজ্ঞ বোলার নিয়ে। জোড়াতালি দেয়া এই দল নিয়ে অবশ্য শেষ পর্যন্ত লড়াই করেছে ভারত। শ্রীলঙ্কা জিতলেও লো স্কোরিং ম্যাচের ফলাফল গড়িয়েছে একদম শেষ ওভারে।

বুধবার রাতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করে মাত্র ১৩২ রান করতে পেরেছিল ভারত। মন্থর উইকেটে মাত্র ২ বল আগে ওই রান পেরুতে পেরেছে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ফিরেছে ১-১ সমতা।

৩৪ বলে ৪০ রান করে দলের জয়ে নায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ১৩৩ রানের সহজ লক্ষ্যে নেমে শুরুতেই আভিস্কা ফার্নান্দোর উইকেট হারায় শ্রীলঙ্কা। ভুবনেশ্বর কুমারের বলে দলের ১২ রানে রাহুল চাহারের বুদ্ধিদীপ্ত ক্যাচে পরিণত হন তিনি।আরেক ওপেনার মিনোদ ভানুকা একাই টানছিলেন।

তাকে সঙ্গ দিতে পারেননি সাদেরা সামারাবিক্রমা। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে যান তিনি। অধিনায়ক দাসুন শানাকা নিজেকে উপরে তুলে রান পাননি। কুলদীপ যাদবের টার্নে পরাস্ত হয়ে স্টাম্পিং হয়ে ফেরেন মাত্র ৩ রান করে। থিতু ভানুকাও কুলদীপের শিকার হলে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল তারা।

রানের চাপও তখন বেশ বেড়ে গিয়েছিল। ছয়ে নেমে সেই চাপ কমাতে শুরু করেন ভানিন্দু হাসারাঙ্গা। আরেক পাশে আস্থার সঙ্গে টিকে থেকে ভরসা যোগান ধনঞ্জয়া। হাসারাঙ্গা ১১ বলে ১৫ করে ফিরে গেলেও চামিকা করুনারত্নেকে নিয়ে কাজ সারেন ধনঞ্জয়া। ম্যাচ জিততে শেষ ওভারে দরকার ছিল ৮ রান। ২ বল আগেই শেষ হয় ম্যাচ।

এর আগে টস হেরে ব্যাট করতে গিয়ে ভালো শুরু পেয়েছিল ভারত। অভিষিক্ত ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে পাওয়ার প্লে কাজে লাগান অধিনায়ক শেখর ধাওয়ান। কিন্তু এরপরই বদলে যায় খেলা। ১৮ বলে ২১ করে ফেরেন গায়কোয়াড়। দেবদূত পাড়িকাল ২৩ বলে ২৯ করলেও ধাওয়ান ছিলেন মন্থর।

৪২ বলে ৪০ করে ধাওয়ানের ফিরে যাওয়ার পর সঞ্জু স্যামসনও রান রান পাননি। মাত্র ৫ ব্যাটসম্যান থাকায় শেষটাও আর রাঙানো হয়নি ভারতের। নিতিশ রানে শেষ ওভারে আউট হলেও খুব বেশি বল খেলার সুযোগ পাননি। ফলে অল্প পুঁজিই সঙ্গী হয় ভারতের এই তরুণ দলটির।