Connect with us

ইংল্যান্ড-ভারত সিরিজ

নির্ধারিত সময়ে ইংল্যান্ডে যাওয়া হচ্ছে না পৃথ্বী-যাদবের


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

চোটে জর্জরিত ইংল্যান্ডে পাঁচটি টেস্ট খেলতে গেছে ভারত দল। ইতোমধ্যে এই সফর থেকে চোটের কারণে ছিটকে গেছেন দলের তিন তরুণ ক্রিকেটার শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর ও আভিষ খান। সে কারণে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এতে করে কপাল খুলতে যাচ্ছিলো শ্রীলঙ্কা সফরে থাকা সুর্যকুমার যাদব ও পৃথ্বী শ'র। তবে লঙ্কা সফরে থাকা অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া করোনায় আক্রান্ত হওয়ায় সেটি ভেস্তে যেতে চলেছে।

ক্রুনালের সংস্পর্শে আসায় ইতোমধ্যে আট ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে। সেই আট ক্রিকেটারের করোনা টেস্ট করানো হয়। সৌভাগ্যবশত তাদের কারোরই করোনা পজিটিভ আসেনি। তবে এই আট ক্রিকেটারের মধ্যে সুর্যকুমার ও পৃথ্বী রয়েছেন কিনা সেটি অজানা। এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে নির্ধারিত সময়ে আর ইংল্যান্ডে উড়ে যেতে পারছেন না তাঁরা দুজন।

গতকাল এক বিবৃতিতে ক্রুনালের করোনায় আক্রান্তের খবর জানিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এ কারণে স্থগিত হয়ে গিয়েছিলো ভারত-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি। তবে একদিন পর আজ বুধবার (২৮ জুলাই) সেটি মাঠে গড়াতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলবে দল দুটি। সে অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হতে যাচ্ছে সিরিজটি। তবুও করোনার থাবায় আইসোলেশনে পুরো দল।

বিসিসিআইয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ‘দলে করোনা হানা দেওয়ায় হোটেলে রুম আইসোলেশনে রয়েছে পুরো দল। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে কিনা সেটি জানতে দলের প্রত্যেকের আরটি-পিসিআর টেস্ট করানো হয়েছে।’

বর্তমানে শিখর ধাওয়ানের নেতৃত্বে সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় রয়েছে ভারতের দ্বিতীয় সারির দল। একই সময়ে টেস্ট খেলতে ইংল্যান্ড সফরে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের মূল দল।

আগামী ৪ আগস্ট শুরু হবে ভারত-ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১২ আগস্ট। এরপর যথাক্রমে ২৫ আগস্ট, ২ সেপ্টেম্বর ও ১০ সেপ্টেম্বর বাকি টেস্টগুলো শুরু করবে দল-দুটি।

সর্বশেষ

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

শারজাহ’র উইকেটে মিরপুরের ছায়া দেখছেন ডমিঙ্গো

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

রোমাঞ্চ ছড়িয়ে জিতল অস্ট্রেলিয়া

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

রোহিত-রিজওয়ানরাই ব্যবধান গড়ে দেবে: ইউনিস

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত রহস্য স্পিনার থিকশানা

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

বাংলাদেশকে স্পিন আক্রমণে কাবু করতে চান শানাকা

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

দ্রাবিড়ের কোচ হওয়ার সংবাদ পত্রিকায় পড়েছি: সৌরভ

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চেয়েছিলেন তামিম

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

আমি ছাড়া আর প্রশ্ন তুলবেই বা কে, মাহমুদউল্লাহ ইস্যুতে পাপন

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

অধিনায়কত্ব ছাড়তে কোহলিকে চাপ দেয়া হয়নি: সৌরভ

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

টি-টোয়েন্টির সেরা বোলার বুমরাহ: আমির

আর্কাইভ

বিজ্ঞাপন