পাকিস্তান ক্রিকেট

অধিনায়ক বাবর আরও পরিণত ব্যাটসম্যান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:09 বুধবার, 28 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অধিনায়কত্বের চাপ সামলাতে না পেরে বিশ্বের অনেক বাঘা বাঘা ব্যাটসম্যসনই নেতৃত্ব ছেড়েছিলেন। যার প্রকৃষ্ট উদাহরণ ভারতের শচীন টেন্ডুলকার। ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনয়াকত্ব ছেড়েছিলেন সাবেক এই কিংবদন্তি ব্যাটসম্যান।

যদিও বাবর আজমের ক্ষেত্রে একেবারে ভিন্ন চিত্র। সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান অবশ্য অধিনায়কত্ব দারুণভাবে উপভোগ করছেন। সেই সঙ্গে বাবরের দাবি, পাকিস্তানের অধিনায়ক হওয়ার পর থেকে ব্যাটসম্যান হিসেবে তিনি আরও পরিণত এবং পারফরম্যান্সেও উন্নতি হয়েছে।

২০২০ সালের নভেম্বরে পাকিস্তানের টেস্ট অধিনায়কের দায়িত্ব পান বাবর। সেই সঙ্গে বর্তমানে তিন ফরম্যাটেই পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। এরপর থেকে চার টেস্টে ২০.৬৬ গড়ে করেছেন মোটে ১২৪ রান। যদিও টেস্টের তুলনায় বাবরের সংক্ষিপ্ত ফরম্যাটের পারফরম্যান্স উর্ধ্বমূখী।

অধিনায়কের দায়িত্ব নেয়ার পর পাকিস্তানের হয়ে ৯টি ওয়ানডে খেলেছেন বাবর। যেখানে তাঁর গড় ৭৮.২৫, যা শুধু ব্যাটসম্যান হিসেবে খেলার তুলনায় বেশ খানিকটা বেশি। শুধু ব্যাটসম্যান হিসেবে খেলার সময় তাঁর ব্যাটিং গড় ছিল ৫৪.১৭।

এদিকে অধিনায়ক হওয়ার পর পাকিস্তানের হয়ে ২৪টি ম্যাচ খেলেছেন বাবর। এই সময়ে ৪৩.১৫ গড় ও ১৩৭.৪ স্ট্রাইক রেটে করেছেন ৮৬৩ রান। ৩৩ ম্যাচে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলা বাবর ৪৯.৬১ গড় ও ১২৫.৫৯ স্ট্রাইকরেটে করেছেন ১২৯০ রান।

অধিনায়ক হওয়ার পর নিজের ব্যাটিংয়ের উন্নতি নিয়ে বাবর বলেন, 'আমি মনে করি এটা বোঝা উচিত যে, আসলে অধিনায়ক জিনিসটা কি। এটা মাঠে মূলত ক্রিকেটারদের উৎসাহ দেয়া। যখন একজন বোলার মার খাবে তখন তাদের পাশে দাঁড়ানো। যখন একজন ব্যাটসম্যান রান করবে না তখন তার তার পাশেও দাঁড়ানো।'

পাকিস্তানের অধিনায়ক আরও বলেন, 'আমি যে সময় অধিনায়ক হলাম তখন প্রত্যাশা বেড়েছে। প্রতি ম্যাচেই আমি পারফর্ম করার চেষ্টা করি। যখন থেকে আমি অধিনায়ক হয়েছি তখন থেকে আমার পারফরম্যান্সের উন্নতি হয়েছে। এই চ্যালেঞ্জটা নিয়ে থাকি। আশা করি আমি এটা ধরে রাাখতে পারবো এবং আমি আরও উন্নতি করতে পারব।'