ক্রিকেট পাকিস্তান

অলরাউন্ডার হিসেবে পাকিস্তান দলে ফিরতে চান তানভির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:13 বুধবার, 28 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অদ্ভুত বোলিং অ্যাকশনের কারণে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের খাবি খাইয়েছেন সোহেল তানভির। এক সময় দলের নির্ভরযোগ্য বোলার হিসেবে দাপট দেখালেও বেশ কয়েক বছর ধরেই জাতীয় দলে ব্রাত্য বাঁহাতি এই পেসার। জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিয়মিতই খেলছেন তিনি।

শুধু খেলছেনই না, ৩৬ বছর বয়সে এসেও অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে পারফর্ম করছেন তানভির। মূলত বোলার হলেও এবারের পিএসএলে চ্যাম্পিয়ন মুলতান সুলতানসের ব্যাট হাতে ঝলক দেখানোর কারণে অলরাউন্ডার হিসেবে পাকিস্তান দলে ফেরার স্বপ্ন বুনছেন তিনি।

মুলতানের হয়ে বল হাতে পারফর্ম করার পাশাপাশি সাতে নেমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছেন তানভির। এদিকে সদ্যই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। এমন অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে ফেরার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তানভির বলেন, 'অনেক দিন পরে সদ্য শেষ হওয়া পিএসএলে আমি ফের একবার ৭ নম্বরে ব্যাট করার দায়িত্ব পেয়েছিলাম। এর আগে আমি ৮ ও ৯ নম্বরে সাধারণত ব্যাট করার সুযোগ পেতাম। যেখানে গড়ে ৪-৬ বলের বেশি খেলতে পেতাম না। কিন্তু ৭ নম্বরে আমি বেশ কিছুটা বেশি সময় পেতাম পিএসএলে।'

সাত নম্বরে এক পেস বোলিং অলরাউন্ডারের অভাবে ভুগছে পাকিস্তান। টপ অর্ডার ভালো করলেও মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা ভালো করতে পারছেন না। তানভির মনে করেন, সেই জায়গাটা পূরণ করতে পারেন। সেজন্য এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

তানভির বলেন, 'আমি মনে করি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে এখনও অলরাউন্ডারের একটি স্পট খালি আছে এবং সেই জায়গাটায় আমি ফের সুযোগ পেতে পারি বলে মনে করি এবং সেই লক্ষ্যেই লড়াইটা চালাচ্ছি।’