বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে ডিআরএস আছে, ডিআরএস নেই

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 13:01 বুধবার, 28 জুলাই, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আন্তর্জাতিক ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রযুক্তি এখন নিয়মিতই ব্যবহার হচ্ছে। তাতে মাঠে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক বহুলাংশে কমে গেছে। আম্পায়ারের সিদ্ধান্ত মনমত না হলে টিভি আম্পায়ারের মাধ্যমে প্রযুক্তির সহায়তা নিতে পারছেন খেলোয়াড়রা।

যদিও আসন্ন অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে রয়েছে শঙ্কা। কারণ ডিআরএস পরিচালনা করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কোন ক্রু এখনও বাংলাদেশে এসে পৌছায়নি।

সেই সঙ্গে ১৪দিনের কোয়ারেন্টাইন জটিলতা তো রয়েছেই। তবে সরকারের বিশেষ অনুমতিতে ১৪দিনের বাধ্যতামুলক কোয়ারেন্টাইন কমিয়ে আনা হয়েছে। তবে সব দেশের কোয়ারেন্টাইনের সময়সীমা এক নয়।

তাই সব মিলিয়ে আসন্ন এই সিরিজে ডিআরএস থাকছে কি থাকছে না তা এখনও নিশ্চিত নয়। এই মুহূর্তে পুরোটাই নির্ভর করছে আইসিসির সেই ক্রু'র বাংলাদেশে আসার ওপর। সেই সঙ্গে কোয়ারেন্টাইনের একটা বিষয়ও রয়েছে। 

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এই বিষয়ে ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'ডিআরএসের বিষয়টা হচ্ছে যে ব্রডকাস্টার রেডি। এখন আইসিসির একজন ট্যাকনিকাল ক্রু আসে সব সময়। সে যদি আসে তাহলে হবে। আমরা এমনি ডিআরএস পরিচালনা করতে প্রস্তুত আছি, পুরোটাই নির্ভর করছে তার আসা বা না আসার ওপর।'

এই বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'ডিআরএস পরিচালনা করতে যিনি আসছেন বা আসবেন তার কোয়ারেন্টাইন নির্ভর করবে তিনি কোন দেশ থেকে আসছেন। কারণ সরকারের বিশেষ অনুমতিতে ১৪দিনের কোয়ারেন্টাইন কমিয়ে আনা হয়েছে।'

'সেটাও নির্ভর করছে তিনি কোন দেশ থেকে এসেছেন। ধরুন ভারতের ক্ষেত্রে একরকম কোয়ারেন্টাইন, ইংল্যান্ডের ক্ষেত্রে একরকম আবার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে একরকম। তাই পুরোটাই নির্ভর করবে ডিআরএস পরিচালনা করতে যিনি আসবেন তিনি কোন দেশ থেকে আসবেন' আরও যোগ করেন বিসিবির এই চিকিৎসক। 

এদিকে সিরিজ পরিচালনার জন্য ব্রডকাস্টারদের একটি গ্রুপ ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। বিমান চলাচলে বিধিনিষেধ থাকায় আখাউরা বর্ডার হয়ে সড়কপথে তারা বাংলাদেশে এসেছেন। এই মুহূর্তে কোয়ারেন্টাইনে আছেন সকলেই।

এই প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'সড়কপথে আমাদের এখানে ক্রু এসে পৌঁছেছে। সরকারের বিশেষ অনুমতিতে ১৩জন সড়কপথে আখাউরা বর্ডার দিয়ে এসেছে। এই মুহূর্তে তারা হোটেলে কোয়ারেন্টাইনে আছেন। বিমান চলাচল বন্ধ তাই বাই রোড তারা এসেছে।'

সব কিছু ঠিক থাকলে আগামী ২৯ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীতে এসে পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।এরপর তিন দিন কোয়ারেন্টাইনে থেকে ৩ আগস্ট টিম বাংলাদেশের সঙ্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে অজিরা। 

৪ আগস্ট দ্বিতীয় ম্যাচ। তারপর একদিন বিরতি। আবার ৬ ও ৭ আগস্ট পরপর দুদিন আরও দুটি ম্যাচ। পরে ৮ আগস্ট বিরতি দিয়ে ৯ আগস্ট সফরের শেষ ম্যাচ। তবে আসন্ন সিরিজে অজিদের নেতৃত্বে কে থাকছেন তা এখনও চূড়ান্ত হয়নি।

অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দলঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন।

অস্ট্রেলিয়ার স্কোয়াডঃ
অ্যাশটন অ্যাগার, ওয়েজ অ্যাগার, জেসন বেহ্রেন্ডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজেলউড, ময়েসেস হেনরিকস, মিচেল মার্শ, রাইলি মেরেডিথ, বেন ম্যাকডরমট, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (সহ অধিনায়ক), অ্যাডাম জাম্পা।

ট্রাভেলিং রিজার্ভ- নাথান এলিস, তানভীর সাঙ্গা।