জিম্বাবুয়ে সফরের আয়োজকের সঙ্গে দেখা করতে চান ওয়াসিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:09 মঙ্গলবার, 27 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বেশ কিছুদিন ধরেই সেরা ছন্দে নেই পাকিস্তান ক্রিকেট দল। কদিন আগেই তারা ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। এর মধ্যে ওয়ানডে সিরিজটি হেরেছে ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে।

সিরিজের শুরুতেই পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। এর ফলে সাবেক ক্রিকেটারদের সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল দলটিকে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তান দলের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরাম। তিনি মনে করেন জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে খেলে নিজেদের শক্তিশালী দল বানানো যায় না।

কদিন আগেই জিম্বাবুয়ে সফরে গিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে পাকিস্তান। সেই সিরিজটি আয়োজন নিয়েই প্রশ্ন তুলেছেন পাকিস্তানের এই সাবেক পেসার।

ঠাট্টার ছলে তিনি বলেছেন, 'আমি জিনিয়াস লোকটির সঙ্গে দেখা করতে চাই যে জিম্বাবুয়ে সফর আয়োজন করে। আমি তার বাড়তি প্রশংসা করবো এবং বলবো দারুণ করেছো। এটা দারুণ কাজ।' পরে অবশ্য আক্ষেপের সুরে বলেছেন, 'এটা আমাদের কোনো উপকার করবে না। এটা শুধু তাদেরই উপকার করবে। চার বছরে একবার হলে এটা ঠিক আছে।'

ভারতের একটি দল এখন ইংল্যান্ডে। আরেকটি দল শ্রীলঙ্কায় সিরিজ খেলছে। প্রয়োজনে তারা আরও একটি দল বানাতে পারে। ১০ বছর আগে ভারত নিজেদের প্রক্রিয়া ঠিক করলেও পাকিস্তান তা পারেনি বলে আক্ষেপ করেছেন আকরাম।

তিনি বলেন, 'আপনি যদি ভারতের সঙ্গে তুলনা করেন। তাদের একটি দল শ্রীলঙ্কায়। আরেকটি দল ইংল্যান্ডে। তারা আরও একটি দল বানাতে পারে। তারা তাদের প্রক্রিয়াটির উন্নতি করেছে ১০ বছর আগে। তারা টাকা ব্যয় করেছে এবং পেশাদার লোকদের দিয়ে কাজ করিয়েছে।'