এভারেস্ট প্রিমিয়ার লিগ

এবার নেপালে খেলবেন আফ্রিদি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:49 মঙ্গলবার, 27 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অনেকদিন আগে তবুও ঘরোয়া ক্রিকেটে এখনও মাতিয়ে যাচ্ছেন শহীদ আফ্রিদি। বিশ্বের জনপ্রিয় সব ফ্র্যাঞ্চাইজি আসরে এখনও অন্যতম বড় নাম আফ্রিদি।

এবার তাকে নেপালের ঘরোয়া টি-টোয়েন্টি আসর এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে। তাকে দলে নিয়েছে কাঠমান্ডু কিংস একাদশ।

দলটিতে আছেন নেপালের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সন্দিপ লামিচানে। এর আগে আইসিসির বিশ্ব একাদশের হয়ে একসঙ্গে আফ্রিদি ও লামিচানেকে খেলতে দেখা গেছে। 

আগামী ২৫ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে এভারেস্ট প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ আয়োজন করা হবে কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।

৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। আফ্রিদি এক ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি মুখিয়ে আছেন এই টুর্নামেন্টে অংশ নিতে। নেপালে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আফ্রিদি।

তার ভাষ্য, ‘কাঠমান্ডুতে এটাই হবে আমার প্রথম সফর। আমি উত্তেজিত এবং সেখানে যেতে মরিয়া।’ এই টুর্নামেন্টে কয়টি ছক্কা মারতে পারেন এই প্রশ্নের জবাবে আফ্রিদি বলেছেন, ‘সেটা নির্ভর করছে ওই দিনের বোলিংয়ের ওপর। তবে নেপালের মানুষদের বিনোদন দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’