ইংল্যান্ড ক্রিকেট

এখনও ফুরিয়ে যাননি, মানুষকে মনে করিয়ে দিতে চান হেলস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:32 মঙ্গলবার, 27 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের জাতীয় দলে বাত্য হলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিতই খেলছেন অ্যালেক্স। যেখানে দলগুলোর হয়ে পারফর্মও করছেন তিনি। তবুও জাতীয় দলে সুযোগ হচ্ছে না তাঁর।৷ তবে এখনই হাল ছাড়তে নারাজ হেলস।

প্রতিটি টুর্নামেন্টে খেলাকে নিজের একেকটি সুযোগ হিসেবে দেখছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ইংল্যান্ডের নতুন টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে খেলার সময় হেলস জানিয়েছেন, তিনি এখনও ফুরিয়ে যাননি। মানুষকে মনে করিয়ে দিতে চান যে তিনি এখনও আন্তর্জাতিক মানের ক্রিকেটার।

২০১৯ সালের মার্চ থেকেই জাতীয় দলের বাইরে হেলস। সেই সময় মাদক নিয়ে নিষিদ্ধ হওয়ায় ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের দল থেকেও জায়গা হারান ডানহাতি এই ব্যাটসম্যান। বিগব্যাশ, পিসএলের মতো টুর্নামেন্টে পারফর্ম করে জাতীয় দলে ফেরার স্বপ্ন বুনছিলেন হেলস।

যদিও সেই স্বপ্ন সত্যি হয়নি। করোনার পর ক্রিকেটে ফেরার লক্ষ্যে ৫৫ সদস্যের অনুশীলন দল ঘোষণা করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে গুঞ্জন উঠলেও দলে ফেরা হয়নি হেলসের। তবে সুযোগের অপেক্ষায় রয়েছেন তিনি।

এ প্রসঙ্গে হেলস বলেন, 'প্রতিটি টুর্নামেন্টে খেলা সবসময়ই আমার জন্য একটা সুযোগ। কারণ মানুষকে স্মরণ করিয়ে দিতে পারি যে আমি এখনও আন্তর্জাতিক মানের ক্রিকেটার। আমার মনে হয় গত দুই বছরে এটা আমি করেছি।

ডানহাতি এই ব্যাটসম্যান আরও বলেন, 'প্রতিটি টুর্নামেন্টে গিয়েছি, পারফর্ম করেছি এবং মানুষ দেখেছে যে আমি এখনও সেই মানের ক্রিকেটার। আমি এটা করে যেতে চাই। আবারও যদি সেই সুযোগটি আসে তাহলে দারুণ হবে।'