বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

বাংলাদেশ সিরিজ শেষে স্বস্তির অপেক্ষায় স্টার্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:01 মঙ্গলবার, 27 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ সফর শেষে যেন স্বস্তি অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য। লম্বা সময় ধরে পরিবার থেকে দূরে থাকার সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে দিন পার করছেন তারা। তবে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে কিছুটা হলেও বিশ্রাম পাচ্ছেন তারা। ফিরতে পারবেন নিজ দেশে, পরিবারের কাছে।

তাই শুরুর আগেই বাংলাদেশ সফর শেষ হওয়ার জন্য অপেক্ষায় আছেন মিচেল স্টার্ক। ফাঁকা এই সময় নিজের মত সময় কাটাতে চান তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে বলেই আইপিএলে খেলতে যাননি। 

স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলিও একজন আন্তর্জাতিক ক্রিকেটার। খেলেছেন অস্ট্রেলিয়া প্রমীলা জাতীয় দলে। এছাড়া ঘরোয়া ক্রিকেট মিলিয়ে বড় একটি সময় অ্যালিসাকেও থাকতে হয় জৈব সুরক্ষা বলয়ে।

স্টার্কের জন্য তাই পরিবারের সঙ্গ যেন সোনার হরিণ হয়ে উঠেছে। তিনি বলেন, ‘আইপিএলে না যাওয়ার অন্যতম কারণই হল আমি যাতে আমার স্ত্রী ও পরিবারের সাথে কিছু সময় কাটাতে পারি, কিছু সময় নির্ভার থাকতে পারি।'

'জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকা এটা একটা মোক্ষম সুযোগ। এখানে থাকা মোটেও সহজ কিছু নয়। ক্রিকেট বা হোটেল থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। বাংলাদেশ সফরে গেলেও তা বদলাবে না' আরও যোগ করেন তিনি। 

করোনাকালে ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় ও কোয়ারেন্টিনের কারণে খেলার বাইরেও অনেক সময় পরিবার ছাড়া কাটাতে হচ্ছে। এমন অবস্থায় স্ত্রীও পেশাদার ক্রিকেটার বলে স্টার্কের পরিবারের সঙ্গ পাওয়া খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে।

স্টার্ক জানান, ‘এভাবে বলয়ে থাকা অনেক কঠিন। অন্যদের কথা জানি না, তবে আমার ও অ্যালিসার জন্য এটা চ্যালেঞ্জ, বিশেষ করে দুইজন যখন আলাদা দুই বলয়ে থাকি।’

‘এটা অবশ্যই একটা পার্থক্য গড়ে দিবে, কোনো সন্দেহ নেই। কত কারণ আছে সবার। কারও বাচ্চা আছে, কারও বাড়িতে স্ত্রী আছে। গ্রীষ্মে তাদের সাথে সময় কাটানো বিশেষ কিছু’ আরও যোগ করেন এই পেসার।