ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ

সিরিজ হেরে পিচের সমালোচনায় পোলার্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:08 মঙ্গলবার, 27 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টিতে জিতলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। অজিদের বিপক্ষে সিরিজ হারের পর পিচের সমালোচনা করেছেন কাইরন পোলার্ড। ক্যারিবীয় অধিনায়কের দাবি, শেষ দুই ম্যাচের পিচ আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অযোগ্য।

প্রথম ম্যাচে আড়াইশর অধিক রান হলেও ব্রাইটাউনে সর্বশেষ দুই ম্যাচে কোন দলই ২০০ পেরোতে পারেনি। যেখানে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ১৮৭ রানে অল আউট হওয়ার পর সেই রান তুলতে গিয়ে ৮০ রানের নিচেই ৫ উইকেট হারাতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। যদিও শেষ পর্যন্ত ৪ উইকেটে জয় পেয়েছিল তাঁরা।

সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৫২ রানেই অল আউট হয় স্বাগতিকরা। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন এভিন লুইস। দলের বাকি ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে থাকলেও অপরাজিত ছিলেন ওপেনার লুইস।

সেই রান তাড়া করতে নেমে ২৭ রানেই ২ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে জয়ে দেন হাফ সেঞ্চুরি করা ম্যাথু ওয়েড ও ৩৫ রান করা অ্যালেক্স ক্যারি। মিচেল মার্শও ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। দুই ম্যাচেই ব্যাট হাতে ভুগতে হয়েছে ব্যাটসম্যানদের। যে কারণে বার্বাডোজের পিচের ওপর ক্ষুব্ধ পোলার্ড।

ম্যাচ শেষে পোলার্ড বলেন, 'আমি মনে করি দুই দলকেই পিচে ভুগতে হয়েছে এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এটি অযোগ্য পিচ। আমরা কোন অজুহাত দিতে চাই না। '

তিনি আরও বলেন, 'আমরা একটা স্বীকার করছি যে আমরা বাজে ব্যাটিং করেছি। কিন্তু বিশ্বের বড় দুটি দল হওয়ার পরও তিন ম্যাচের সিরিজে আমরা যে রান করেছি সেটা মানুষ হিসেবে আমার কাছে খুবই অস্বস্তিকর।'