বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

জিম্বাবুয়ে সফরের স্কোয়াডই থাকছে অস্ট্রেলিয়া সিরিজে

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 14:23 মঙ্গলবার, 27 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট || 

অস্ট্রেলিয়া সিরিজের জন্য আনুষ্ঠানিক দল ঘোষণা করার সুযোগ থাকছে না বাংলাদেশের। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) শর্ত অনুযায়ী, সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি স্কোয়াডের ক্রিকেটাররাই থাকবেন আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে।

সেক্ষেত্রে পারিবারিক কারণে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা লিটন দাসেরও সুযোগ নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার। তাই এই উইকেটরক্ষককে বাইরে রেখেই অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড হতে চলেছে ১৭জনের।

যেখানে থাকছেন জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে স্কোয়াডে থাকা রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন এবং মোহাম্মদ মিঠুনরাও। ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত সিরিজের আগে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে অন্তত ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ফলে ২৯ জুলাই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরতে যাওয়া বাংলাদেশ দলকে অন্তত ১৯ জুলাই থেকে কোয়ারেন্টাইন কিংবা অন্য কোনো জৈব সুরক্ষা বলয়ে থাকতে হত। আর এ কারণেই জিম্বাবুয়ে থেকে দেশে আসার পর সরাসরি আরেকটি জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করানোই সহজ উপায় ছিল।

তাছাড়া সিরিজ চলাকালীন কোন ক্রিকেটার ইনজুরিতে পড়লে বাইরে থেকে বদলিও নেয়া যাবে না। এই কারণেই জিম্বাবুয়েতে থাকা ওয়ানডে দলের ৩ জনকে টি-টোয়েন্টি স্কোয়াডের সাথে রেখে দেওয়া হয়। 

এ প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, 'এটা ছাড়া তো আর সুযোগ নেই। আমাদের আসলে বড় কোন অপশন নেই। চাইলেও পারবো না। আমরা মুশফিকের বিষয়ে কমানোর চেষ্টা করেছিলাম কিন্তু ওরা ওদের পরিকল্পনা লর বাইরে কখনও যাবে না। লিটন চলে আসায় ওইখানে তো আমাদের ১৭ জন আছে। বাইরে থেকে কারও যাওয়ার সুযোগ নেই। এখন তো আসলে সমস্যা হলো যে হোম সিরিজ অ্যাওয়ে সিরিজ বলতে কিছু নাই। সব হোম সিরিজই অ্যাওয়ে সিরিজের মতো আসলে৷ হোম সিরিজেও বাইরে থেকে খেলোয়াড় নেয়া যয় না।'

'খানিকটা অ্যাওয়ে সিরিজের মতই। সে ক্ষেত্রে স্কোয়াডটা একই থাকার সম্ভাবনাই বেশি। তারপরও কাল আমরা বসবো এটা নিয়ে। এরপরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত মূল কথা হচ্ছে আমরা বাইরে থেকে কাউকে নিতে পারবো না। আমাদের যা করার ওই ১৭ জনের মধ্যে থেকেই করতে হবে। আমাদের যা করার জিম্বাবুয়ের ১৭ জন থেকেই করতে হবে। বাইরে থেকে কাউকে নেয়ার সুযোগ নেই। লিটন চলে আসছে ওকে দলে নেয়ার আর কোন সুযোগ নেই' আরও যোগ করেন তিনি।

অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দল:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন।