বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

পুরো অস্ট্রেলিয়া সিরিজই খেলা হচ্ছে না লিটনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:03 সোমবার, 26 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পারিবারিক কারণে অস্ট্রেলিয়া বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না লিটন দাসের। এই বিষয়টি  নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

জিম্বাবুয়ে সফর থেকে ফিরে বাংলাদেশ দলের ক্রিকেটারদের অস্ট্রেলিয়া সিরিজের জন্য জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার কথা রয়েছে। লিটন দাসেরও দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের কথা ছিল।

যদিও পরিবারের এক সদস্যের অসুস্থতার কারণে জিম্বাবুয়ে সফর থেকে ফিরে পরিবারের সঙ্গে থাকতে হচ্ছে তাকে। জিম্বাবুয়ে সিরিজ থেকেই ঊরুর চোটে ভুগছেন লিটন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাই তার খেলা নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। এবার পুরো সিরিজেই খেলছেন না তিনি।

ক্রিকবাজকে আকরাম বলেছেন, 'লিটনের দ্রুতই দেশে ফেরার কথা রয়েছে। তার পরিবারের এক সদস্য অসুস্থ। তাই সে তার পরিবারের পাশে থাকতে চায়। প্রথম দুই টি-টোয়েন্টিতে তাকে পাওয়া যাচ্ছে না এবং কেউ যদি বলে সে তার পরিবারের সঙ্গে থাকতে চায় আমাদের কিছু বলার নেই।'

ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী জৈব সুরক্ষা বলয়ের বাইরের কোনো ক্রিকেটার দলে নিলে তাকে ১০ দিনের কোয়ারেন্টানে থাকতে হবে।

যদিও বাংলাদেশ দল জিম্বাবুয়ে থেকে ফিরে ৩ দিনের কোয়ারেন্টাইন পালন করবে। অস্ট্রেলিয়া দলও ৩ দিন থাকবে কোয়ারেন্টাইনে। যেহেতু তারা জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই ছিল।