বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

নির্ধারিত সময়ে আসছে অস্ট্রেলিয়া, খেলা শুরু সন্ধ্যা ৬টায়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:44 সোমবার, 26 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৯ জুলাই ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যকার ২০ ওভারের ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

এর আগে অস্ট্রেলিয়া দলের সফরসূচি প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ম্যাচগুলো কখন শুরু হবে তা নিয়ে নিশ্চিত কিছু জানায়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। জানা গিয়েছিল, ২৯ আগস্ট ঢাকায় পা রেখে ৩ দিনের কোয়ারেন্টাইন পালন করবে অজিরা।

এরপর ১ আগস্ট অনুশীলন করে সিরিজের প্রথম দুই টি-টেয়েন্টি মাঠে গড়াবে ৩ ও ৪ আগস্ট। ৫ আগস্ট বিরতি দিয়ে সিরিজের বাকি তিন ম্যাচ অনুষ্ঠিত হবে ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচের ভেন্যু হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

এখন সংবাদিকদের সঙ্গে আলাপকালে আকরাম ম্যাচগুলো শুরুর সময় জানালেন। তিনি বলেন, 'আর ম্যাচ শুরুর সময়টা খুব সম্ভবত সন্ধ্যা ৬ টায় রাখা হয়েছে। আগে এমনই ছিল সময়টা, ৫ টা টি-টোয়েন্টি এই সময়েই মাঠে গড়াবে।'

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থান করছে অস্ট্রেলিয়া দল। কিন্তু সেখানে উইন্ডিজ দলের এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় বাংলাদেশের বিপক্ষে অজিদের সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে আকরাম জানালেন পূর্বনির্ধারিত সময় অনুযায়ীই বাংলাদেশে আসছে অজিরা।

এ প্রসঙ্গে আকরাম বলেন, 'আল্লাহর রহমতে গত ১০ দিন ধরে আমাদের (ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে) কথাবার্তা ভালোভাবে হচ্ছে। সম্প্রতি কোভিডের জন্য একটা ঘটনা ঘটে, অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের একটি ম্যাচ পিছিয়েছে।'

তিনি আরো বলেন, 'তখন কিন্তু একটা আতঙ্ক ছিল। তারপরে সবকিছু আবার ঠিক হয়েছে, যে সময়ে তাদের আসার কথা তারা ঠিক সে সময়ই আসছে। ওদের ঐ ম্যাচটায় সমস্যা হয়নি রিজার্ভ ডেতে গড়িয়েছে। ওরা যথা সময়ই আসছে বাংলাদেশে।'