বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

অস্ট্রেলিয়া সিরিজের শুরুতে লিটন-মুস্তাফিজকে পাচ্ছে না বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:44 সোমবার, 26 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী ৩ আগস্ট। আসন্ন এই সিরিজের শুরুতে মুস্তাফিজুর রহমান ও লিটন দাসকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

অন্তত একটি ম্যাচে লিটন-মুস্তাফিজকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকেই এই দুই ক্রিকেটার ইনজুরিতে ভুগছেন। এর ফলে সিরিজের শেষ ম্যাচেও খেলা হয়নি তাদের।

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকইনফোকে জানিয়েছেন, অজিদের বিপক্ষে প্রথম এক-দুই ম্যাচে লিটন ও মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। 

তারা তৃতীয় টি-টোয়েন্টিতে ফিরতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক। দলের অন্যতম দুই ভরসাকে না পেলেও স্কোয়াডের বাকিদের নিয়ে বেশ আশাবাদী নান্নু। 

তিনি বলেছেন, 'লিটন-মুস্তাফিজকে পাওয়া যাবে দ্বিতীয় অথবা তৃতীয় ম্যাচ থেকে। আমরা খুব বেশি চিন্তিত নই তাদের নিয়ে। তারা দ্রুতই ফিরবে। সব মিলিয়ে আমরা স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী। আমরা মাত্রই একটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছি।'

লিটন বা পায়ের ঊরুর চোটে ভুগছেন প্রথম টি-টোয়েন্টি থেকে। আর মুস্তাফিজ ভুগছেন গোড়ালির চোটে। যদিও এই দুই তারকাকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।