শ্রীলঙ্কা-ভারত সিরিজ

লক্ষণের চোখে ভারতের 'এক্স ফ্যাক্টর' বরুণ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:39 সোমবার, 26 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অনেক প্রতিক্ষার পর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্ট সিরিজের প্রথম ম্যাচে অভিষেক ঘটেছে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর। নিজের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে দারুণ বলও করেছেন তিনি। ৪ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। যে উইকটেটি আবার লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার।

তিনি বরুণের বল রীতিমত বুঝতেই পারেননি। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) তার বোলিং বিস্ময় দেখেছে আনেকই। নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচের পর তাই প্রশংসা পাচ্ছেন সবদিক থেকেই। ভিবিএস লক্ষণ তো বলেই ফেললেন ভারত দলের 'এক্স ফ্যাক্টর' হতে চলেছেন বরুণ।

তিনি বলেন, 'আমি সানরাইজার্সের ব্যাটসম্যানের সাথে কথা বলছিলাম এবং তারা তার উপায় এবং ধারাবাহিকতায় সবাই মুগ্ধ। সে নতুন বল দিয়ে বোলিং করতে পারে। অধিনায়ক এবং দলের যখন কোনও জুটি ভাঙার দরকার তখনই সে উইকেট এনে দিতে পারে।'

তিনি আরো বলেন, 'তার মানে সে এক্স-ফ্যাক্টর হতে চলেছে। আমরা কেবল চাই যে সে আন্তর্জাতিক ক্রিকেটের খেলুক আরো এবং এর প্রতিদ্বন্দ্বীতার সংস্পর্শ পাক। সুতরাং আমি নিশ্চিত যে সে সত্যিই এই সুযোগটির অপেক্ষায় রয়েছে।'

প্রতিভা থাকা স্বস্ত্বেও অনেক ক্রিকেটারই ভারত দলে সুযোগের অভাবে নিজেকে হারিয়ে ফেলেন। লক্ষণ তাই পরামর্শ দিয়েছেন কোন ক্রিকেটারের কাছে প্রথম ম্যাচেই বেশি কিছু প্রত্যাশা না করার বরং সেই ক্রিকেটাররে প্রতি ধৈর্য এবং বিশ্বাস দেখানোর।

এ প্রসঙ্গে লক্ষণ বলেন, 'আমি আনন্দিত যে সে (বরুণ চক্রবর্তী) এই সুযোগটি পেয়েছে। কারণ সে এর আগে দুইবার নির্বাচিত হয়েছিল, কিন্তু ফিটনেস পরীক্ষার কারণে খেলেনি এবং দলে ছিলনা। আমি মনে করি তার বোলিং ঘিরে অনেক কথা হয়েছে।'

সবশেষে আরো যোগ করে বলেন, 'তবে একটি বিষয় যা আমরা বছরের পর বছর ধরে বুঝতে পেরেছি তা হল কোন ক্রিকেটারকে একাধিক সুযোগ দেয়া। এক ম্যাচেই অলৌকিক ঘটনা আশা করবেন না। একজন খেলোয়াড়ের প্রতি ধৈর্য ও বিশ্বাস দেখানো খুব গুরুত্বপূর্ণ।'