আইপিএল

আইপিএলে দল পাবেন হাসারাঙ্গা, বিশ্বাস মুরালির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:14 সোমবার, 26 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন মনে করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চোখে চোখে রাখবে ওয়ানিডু হাসারাঙ্গাকে। ভারতকের বিপক্ষে চলতি সিরিজে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি।

এমন পারফরম্যান্সের ফলে হাসারাঙ্গা আইপিএলে দল পেলেও অবাক হবেন না মুরালিধরন। সর্বশেষ ১১ ওয়ানডেতে হাসারাঙ্গা ব্যাট হাতে করেছেন ৩৪৪ রান। আর বল হাতে ৪.৩৫ ইকোনোমিতে নিয়েছেন ৮ উইকেট।

টি-টোয়েন্টিতেও তার পারফরম্যান্স জ্বলজ্বল করছে। এই লেগ স্পিনার চলতি বছর ৭ টি-টোয়েন্টিতে ১২ উইকেট নিয়েছেন ৫.৩৩ ইকোনোমিতে। এমন পারফরম্যান্সের পর হাসারাঙ্গার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন মুরালি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুরালি বলেছেন, ‘আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর তার (হাসারাঙ্গা) দিকে লক্ষ্য রাখা উচিত। তবে সমস্যা হলো, যদি সে লোকাল প্লেয়ার হতো, তাহলে সহজেই দলে ঢুকে যেতো। কিন্তু বিদেশি খেলোয়াড় হওয়ায়, দেখতে হবে কোন দলের একজন বিদেশি স্পিনার প্রয়োজন।’

আইপিএলে দল পেলেও একাদশে জায়গা পেতে হাসারাঙ্গাকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে বলে মনে করেন মুরালি। তিনি বলেন, ‘এটা খুবই কৌশলী একটা বিষয়। তারা নিশ্চয়ই তাকে কিনবে। কিন্তু তাকে ম্যাচ খেলানো ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য সহজ হবে। কারণ অনেক ফ্র্যাঞ্চাইজি বিদেশি স্পিনারের জায়গায় ভারতীয় স্পিনার খেলানোই ভালো মনে করে।’

যদিও হাসারাঙ্গা সুযোগ পেলে ভালো করবেন বলেই  বিশ্বাস এই লঙ্কান কিংবদন্তির। তার ভাষ্য, ‘সে একটা শুরু পাবে এবং যদি ১-২ ম্যাচ পায় এবং ভালো করে, তাহলে দলে নিয়মিত হয়ে যাবে। সে টি-টোয়েন্টিতে বেশিরভাগ সময়েই ভালো বোলিং করে। সীমিত ওভার ক্রিকেটে সে দারুণ বোলার।’