ভারত-শ্রীলঙ্কা সিরিজ

চাহালের লক্ষ্য ছিল ডট বল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:58 সোমবার, 26 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দীর্ঘদিন পর ভারতের জাতীয় দলের হয়ে খেলছেন যুবেন্দ্র চাহাল। রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র এক উইকেট পেলেও আঁটসাঁট বোলিং করে নজর কেড়েছেন ভারতের এই স্পিনার।

চার ওভারে মাত্র ১৯ রান খরচা করেছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পর প্রশংসাও কুড়াচ্ছেন এই লেগ স্পিনার। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, ডট বল দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার পরিকল্পনা ছিল তার।

চাহাল বলেন, 'যে প্রান্ত থেকে বোলিং করছিলাম সেখানে লেগ-সাইডের বাউন্ডারি ছোট ছিল। তাই ডানহাতি ব্যাটসম্যানদের গুগলি দিতে চাইনি। কারণ তাতে ওরা বাউন্ডারি মেরে দিত। সব সময় মনের মধ্যে রেখেছিলাম যে আমাকে ডট বল করতে হবে। ওদের উপর চাপ বাড়াতে হবে। উইকেট না পেলেও আমার সতীর্থ বোলার যেন অনেক খোলা মনে বোলিং করতে পারে।'

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেও বল হাতে দলের আস্থার প্রতিদান দিয়েছেন চাহাল। প্রথম ম্যাচে ৫০ রান ৩ উইকেট নিয়েছিলেন তিনি। আর দ্বিতীয় ম্যাচে ৫২ রানে ২ উইকেট। যদিও সিরিজের শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হয়েছিল।

জাতীয় দলে নিয়মিত জায়গা না পেলেও বোলিং কোচের সঙ্গে নিয়মিত অনুশীলন করে গেছেন চাহাল। শ্রীলঙ্কা সফরে সেই কষ্টের প্রতিদান পাচ্ছেন তিনি। একটি উইকেট রেখে লাগাতার বোলিং করে অনুশীলন করেছেন চাহাল। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন বন্ধুরাও।

এ প্রসঙ্গে এই ভারতীয় স্পিনার বলেন, 'যখন খেলার সুযোগ পাচ্ছিলাম না তখন বোলিং কোচের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। কোথায় বোলিং করা উচিত, কোন জায়গায় জোর দেওয়া উচিত সেটা নিয়ে লকডাউনে অনেক খেটেছি। সামনে একটা উইকেট রেখে অনুশীলন করতাম। বন্ধুদেরও ডেকে নিতাম। ওদের সঙ্গে অনুশীলন করতাম। এতেই অনেক আত্মবিশ্বাসী হয়ে গিয়েছি।'