দ্য হান্ড্রেড

দ্যা হান্ড্রেডে প্রথম তিন ম্যাচ খেলা হচ্ছে না ডু প্লেসির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:08 সোমবার, 26 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেটের নতুন সংস্করণ দ্য হান্ড্রেডে নর্দান সুপারচার্জার্সে নাম লিখিয়েছেন ফ্যাফ ডু প্লেসি। তবে দলের হয়ে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেলেন ৩৭ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। মাথার আঘাতের স্থানে ঘা হয়ে যাওয়ায় সুপারচার্জার্সের প্রথম তিন ম্যাচে খেলতে পারবেন না তিনি।

ঘটনার সূত্রপাত গত জুনে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচে। আবুধাবিতে ওই ম্যাচে ফিল্ডিংয়ের সময় লং অফে চার বাঁচাতে গিয়ে কোয়েটা সতীর্থ মোহাম্মদ হাসনাইনের হাঁটুর মাধ্যমে মাথায় আঘাত পান প্লেসি। ওই আঘাত গুরুতর হওয়ায় পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি।

এরপর তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরে যান প্লেসি। এর কিছুদিন বাদেই ক্রোয়েশিয়ায় যান এবং দ্য হান্ড্রেডে অংশ নিতে কোয়ারেন্টাইন পর্ব শেষ করেন।

দ্য হান্ড্রেডে নিজেদের প্রথম ম্যাচে গত শনিবার ওয়েলশ ফায়ারের বিপক্ষে মাঠে নেমেছিলো সুপারচার্জার্স। ওই ম্যচে অধিনায়কের দায়িত্ব সামলানোর কথা ছিলো প্লেসির। তবে তার অনুপস্থিতিতে প্রথম তিন ম্যাচে অধিনায়কত্ব করেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘শুক্রবার তার (প্লেসি) আসার পর থেকে নর্দান সুপারচার্জার্সের মেডিকেল টিম ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে পর্যবেক্ষণ করছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে, উদ্বোধনী তিনটি ম্যাচের জন্য ব্যাটসম্যানের বিশ্রাম নেওয়াটা সবচেয়ে ভালো।’

গতকাল রোববার সকালে সুপারচার্জার্স জানিয়েছিলো, প্লেসি চোট সেরে ওঠা না পর্যন্ত কাউন্ট্রি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডেন ভিলাসকে তার বদলি হিসেবে খেলানো হবে।

২০১৯ সালের অক্টোবরে হওয়া প্রাথমিক প্লেয়ার ড্রাফটে ভিলাসকে ১ লাখ ২৫ হাজার ডলারে দলে টানতে চেয়েছিলো ম্যানচেস্টার অরিজিনাল। তবে এর মধ্যেই কোলপ্যাক ক্রিকেটার হিসেবে তার চুক্তি শেষ হয়ে যায়। এতে করে বিদেশী ক্রিকেটারের কোটায় তাকে আর দলে টানেনি ম্যানচেস্টারের দলটি।

এদিকে আজ সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ট্রেন্ট রকেটসকে মোকাবেলা করবে প্লেসির সুপারচার্জার্স। এই ম্যাচেও দলকে নেতৃত্ব দেবেন স্টোকস। এরপর ৩১ জুলাই ওভাল ইনভিন্সকিবলসের বিপক্ষেও অধিনায়ক থাকবেন স্টোকস।