ভারত-শ্রীলঙ্কা সিরিজ

কোহলি-রোহিতদের চেয়ে পিছিয়ে নেই যাদব!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:08 সোমবার, 26 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছে সূর্যকুমার যাদবের। অভিষেকেই আলো ছড়িয়েছিলেন তিনি। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরেও নিয়মিত পারফরম্যান্স করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে উজ্জ্বল পারফরম্যান্স করেছেন তিনি।

তিন ম্যাচে ৬২ গড়ে তার ব্যাট থেকে এসেছে ১২৪ রান। এর সুবাদে সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছেন যাদব। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৪ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন। এই ইনিংস খেলার পথে পাঁচটি চার ও দুটি ছক্কা মেরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

এমন পারফরম্যান্সের পর তাকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের সাবেক পেসার আশিষ নেহরা। তার মতে বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্তের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই যাদব। ক্রিকেট পোর্টাল ক্রিকবাজের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন নেহরা।

তিনি বলেন, 'তাদের পরে যদি (কোহলি, রোহিতদের পরে) যদি আপনি আমাকে একজন ব্যাটসম্যানের নাম বলতে বলেন তাহলে এটা হবে সূর্যকুমার যাদব। বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ প্যান্ট, হার্দিক পান্ডিয়া, এদের চেয়ে কম নয় সে। সেও তাদের মতোই। সে যখনই সুযোগ পায় সেটা কাজে লাগায়। সেটা যেকোনো পজিশনেই হোক।'

নেহরা আরও বলেন, 'এখানে অনেক ইতিবাচক দিক আছে কিন্তু সবচেয়ে ইতিবাচক দিকটা হলো সূর্যকুমার যাদব এবং সে যেভাবে দুটি ইনিংস খেলেছে দারুণ। সে ভালো শুরু পেলেও ইন্নগস বড় করতে পারেনি। যখন আপনি এক্স ফ্যাক্টর, স্কিলের কথা বলবেন সূর্যকুমারকে নিয়ে মিডল অর্ডারে কোনো সন্দেহ নেই।'

ভারতের হয়ে অভিষেকের আগে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানের হয়ে আলো ছড়িয়েছেন যাদব। ১০৮টি আইপিএল ম্যাচে তার সংগ্রহ ২ হাজার ১৯৭ রান। এর মধ্যে রয়েছে ১২টি হাফ সেঞ্চুরি। সব মিলিয়ে যাদবের আত্মবিশ্বাস মুগ্ধ করেছে নেহরাকে।

তিনি বলেন, 'আমরা তার এমন পারফরম্যান্স দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। সে ওপেনিং করে, তিন নম্বর ও চার নম্বরেও খেলে। এখানে সে কিছুটা নিচের দিকে ব্যাট করছে কিন্তু সে সেখানেও চার মারছে, সিঙ্গেলস নিচ্ছে। তার এই আত্মবিশ্বাস আমাকে মুগ্ধ করেছে।'