বাংলাদেশ ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রিন্সকে রেখে দিতে চাইছে বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:17 সোমবার, 26 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কেবলমাত্র জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে অ্যাশওয়েল প্রিন্সকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য শেষ হওয়া সিরিজে তার অধীনে নিজেদের সেরাটা দিয়েছেন সৌম্য-মাহমুদউল্লাহরা। তাই দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যানকে রেখে দিতে চাইছে বিসিবি।

বিসিবি চাইছে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রিন্সকে রাখতে। আপাতত এ নিয়ে তার সঙ্গে আলোচনায় আছে বোর্ড। বিসিবি অবশ্য আশাবাদী শীঘ্রই নতুন চুক্তিতে সই করবেন প্রিন্স।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা নতুন চুক্তির ব্যাপারে প্রিন্সের সঙ্গে আলোচনা করছি। আশা করছি খুব শীঘ্রই নতুন চুক্তিতে পৌঁছাতে পারবো।'

'এই মুহূর্তে একজন নতুন ব্যাটিং পরামর্শক খুঁজে পাওয়া দূরূহ ব্যাপার। যুক্তিসঙ্গতভাবে এই সফরে প্রিন্স নিজের জাত চিনিয়েছেন। তাই আমরা তাকে আমাদের কোচিং টিমের সঙ্গে রেখে দিতে চাইছি’ আরও যোগ করেন তিনি।

গত জুনের শেষের দিকে প্রিন্সকে ব্যাটিং পরামর্শক ও শীলঙ্কান সাবেক অফস্পিনার রঙ্গনা হেরাথকে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিলো বিসিবি। এর আগে এপ্রিল-মে’তে শ্রীলঙ্কা সফরের পর ইংলিশ জন লুইসের সঙ্গে আর চুক্তি বাড়ায়নি বিসিবি।

প্রিন্সকে নিয়োগ দেওয়ার পর জিম্বাবুয়ে সফরে ব্যাটিংয়ে দুর্দান্ত সাফল্য পায় বাংলাদেশ। একমাত্র টেস্টে ২১৮ রানের বিশাল ব্যবধানে জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টিতে দাপটের সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।

খেলোয়াড়ি জীবনে ২০০২ সাল থেকে ২০১১ পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ১১৯ ম্যাচ খেলেছেন প্রিন্স। পরবর্তীতে কয়েক মৌসুম ঘরোয়া লিগ খেলেছেন তিনি। এরপর খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়ে মনোনিবেশ করেন তিনি।

বাংলাদেশ দলের আগে স্বদেশী ঘরোয়া লিগের কেপ কোবরাসের কোচ হিসেবে কাজ করেছেন প্রিন্স। এছাড়া দক্ষিণ আফ্রিকার এ দলের ব্যাটিং পরামর্শক এবং অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ৪৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।

বাংলাদেশের কোচিং টিমে তিন দক্ষিণ আফ্রিকানের একজন প্রিন্স। প্রধান কোচ স্বদেশী রাসেল ডোমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুককে সঙ্গী হিসেবে পেয়েছেন তিনি।

মূলত জিম্বাবুয়েতে অনবদ্য এক সফরের পর প্রিন্সকে আর হাতছাড়া করতে চাইছে না বিসিবি। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত পিন্সকে নিজেদের ডেরায় রাখতে আশাবাদী সংস্থাটি।