পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

করোনার পেটে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:49 সোমবার, 26 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজে করোনার ধাক্কার প্রভাব পড়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। যে কারণে কমিয়ে ফেলা হয়েছে আসন্ন সিরিজের একটি টি-টোয়েন্টি। আর নতুন সূচি অনুযায়ী বুধবার থেকে শুরু হবে চার ম্যাচের সিরিজটি।

করোনার ধাক্কায় টসের পর স্থগিত করা হয় ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। দুই দলের ক্রিকেটারদের আইসোলেশনেও পাঠানো হয়। জানানো হয়, সব ঠিক থাকলে অন্য কোন দিনে হবে ম্যাচটি। শেষ পর্যন্ত ক্রিকেটাররা করোনা নেগেটিভ হয়ে ভিন্ন দিনে ম্যাচটি খেলেছেন।

ভিন্ন দিনে ম্যাচ খেলায় প্রভাব পড়েছে সূচিতে। নতুন সূচীততে সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলবে ক্যারিবীয়রা। এদিনই শুরু হওয়ার কথা ছিল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। 

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রিকি স্কেরিট এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, ‘পিসিবির সঙ্গে মিলে সম্ভাব্য নানান সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে।'

'বর্তমান পরিস্থিতিতে দুই বোর্ডই প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বাতিল করতে রাজি হয়েছে। সফরের বাকি ম্যাচ আগের সূচিতেই হবে' আরও যোগ করেন তিনি। 

পাকিস্তানের ক্যারিবীয় সফরের নতুন সূচি

প্রথম টি-টোয়েন্টি : ২৮ জুলাই, ব্রিজটাউন
দ্বিতীয় টি-টোয়েন্টি : ৩১ জুলাই, ব্রিজটাউন
তৃতীয় টি-টোয়েন্টি : ১ আগস্ট, প্রভিডেন্স
চতুর্থ টি-টোয়েন্টি : ৩ আগস্ট, প্রভিডেন্স


প্রথম টেস্ট : ১২ আগস্ট, কিংস্টন
দ্বিতীয় টেস্ট : ২০ আগস্ট, কিংস্টন