শ্রীলঙ্কা-ভারত সিরিজ

সহজ জয়ে টি-টোয়েন্টি সিরিজ এগিয়ে ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:09 সোমবার, 26 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর এবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও জিতল ভারত। রোববার কলোম্বোতে শ্রীলঙ্কাকে ৩৮ রানে হারিয়েছে শেখর ধাওয়ানের দল। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে এখন সফরকারীরা।

শুরুতে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম বলেই পৃথ্বী শ'র উইকেট হারিয়ে বসে ভারত। তবে দলকে চাপে পড়তে দেননি ধাওয়ান ও সাঞ্জু স্যামসন। দারুণ ব্যাটিংয়ে দুইজন সমান তালে বাড়াতে থাকেন রান। প্রথম ৬ ওভারে ভারত তুলে ফেলে ৫১।

সেখানেই অবশ্য থেমে যায় ধাওয়ান-স্যামসনের জুটি। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে লেগ বিফরের ফাঁদে পড়ে বিদায় নেন স্যামসন। ২৭ রান আসে তার ব্যাট থেকে। তৃতীয় উইকেটে সূর্যকুমারের সঙ্গে আরেকটি পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন ধাওয়ান।

৪৯ বলে তাদের ৬২ রানের জুটি ভাঙে অধিনায়কের বিদায়ে। ৪টি চার ও এক ছক্কায় ৩৬ বলে ৪৬ করা ধাওয়ানকে ফেরান চামিকা করুনারত্নে। মাঝে ৩৩ হাফ সেঞ্চুরি স্পর্শ করেন সূর্যকুমার। তবে এই স্পিনারের বলেই লং অফে ধরা পড়েন ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫০ রান করা ডান হাতি ব্যাটসম্যান।

এরপর হার্দিক পান্ডিয়াও ফেরেন দ্রুত। মাত্র ১০ রানে তাকে ফেরান চামিরা। শেষের দিকে ইশান কিষানের ১৪ বলে একটি করে ছক্কা-চারে করা ২০ রানের ১৬৪ রানের পুঁজি পায় ভারত। ক্রুনাল পান্ডিয়া অপরাজিত থাকেন ৩ রানে। চামিরা ও হাসারাঙ্গা নেন ২টি করে উইকেট।

রান তাড়ায় প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে শুরু করে শ্রীলঙ্কা। দুই ওভারে লঙ্কানরা স্কোরবোর্ডে যোগ করে ২০ রান। কিন্তু দারুণ শুরু ধরে রাখতে পারেনি তারা। তৃতীয় ওভারেই ৫ রানে জীবন পাওয়া মিনোদ ভানুকা ফেরেন ক্যাচ আউট হয়ে।

ধনাঞ্জয়া ডি সিলভাও ক্রিজে বেশীক্ষণ টিকতে পারেননি। যুজবেন্দ্র চেহেলের লেগ স্পিনে লাইন মিস করে হন বোল্ড। পরের ওভারেই ভুবনেশ্বরকে ছক্কায় ওড়াতে গিয়ে স্কয়ার লেগ বাউন্ডারিতে ধরা পড়েন আরেক ওপেনার আভিশকা ফার্নান্দো। তার ২৩ বলের ২৬ রানের ইনিংসে চার তিনটি।

অভিষিক্ত চারিথ আসালঙ্কা ও আশেন বান্দারা চেষ্টা চালান হাল ধরার। ব্যাটিংয়ে বেশ ভুগছিলেন বান্দারা। ১৯ বলে ৯ রান করা এই ব্যাটসম্যানের ভোগান্তি থামান হার্দিক। আসালঙ্কার ব্যাটে আশা বেঁচে ছিল শ্রীলঙ্কার।

তিনটি করে ছক্কা-চারে ২৬ বলে ৪৪ রান করা এই ব্যাটসম্যানকে ফিরিয়ে সেই আশা ভেঙে দেন দিপক চাহার। এরপর আর দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। শেষ দিকে ধস নামান ভুবনেশ্বর, এতে লঙ্কানরা কেবল ১৫ রান তুলতেই হারিয়ে ফেলে তাদের শেষ ৬ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৬৪/৫ (পৃথ্বী ০, ধাওয়ান ৪৬, স্যামসন ২৭, সূর্যকুমার ৫০, হার্দিক ১০, কিষান ২০*, ক্রুনাল ৩*; চামিরা ৪-০-২৪-২, চামিকা ৪-০-৩৪-১, আকিলা ৩-০-৪০-০, উদানা ৪-০-৩২-০, হাসারাঙ্গা ৪-০-২৮-২, শানাকা ১-০-৪-০)।

শ্রীলঙ্কা: ১৮.৩ ওভারে ১২৬ (আভিশকা ২৬, মিনোদ ১০, ধনাঞ্জয়া ৯, আসালঙ্কা ৪৪, বান্দারা ৯, শানাকা ১৬, হাসারাঙ্গা ০, চামিকা ৩, উদানা ১, চামিরা ১, আকিলা ১*; ভুবনেশ্বর ৩.৩-০-২২-৪, চাহার ৩-০-২৪-২, ক্রুনাল ২-০-১৬-১, বরুণ ৪-০-২৮-১, চেহেল ৪-০-১৯-১, হার্দিক ২-০-১৭-১)।