বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন সৌম্য

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:58 রবিবার, 25 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন সৌম্য সরকার। এর ফলে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন তিনি। সিরিজ নির্ধারণী ম্যাচে ২ উইকেট ও ব্যাট হাতে ৬৮ রানে করে জয়ের নায়কও তিনি।

ম্যাচ শেষে সৌম্য জানিয়েছেন, জিম্বাবুয়ের বোলারদের গতির বৈচিত্র্যের কারণে শুরু থেকেই আক্রমণাত্মক না হয়ে ভালো একটি ওভারের আসায় ছিলেন তিনি। তার লক্ষ্য ছিল প্রতি ওভারে অন্তত একটি চার মেরে দলের রানের চাকা সচল রাখা।

ম্যাচ শেষে সৌম্য বলেছেন, 'নতুন বলটা একটু আস্তে-জোরে, উপরে-নিচে হচ্ছিল। তখন চিন্তা করেছিলাম জোরাজুরি না করে সময় আসবে ওই সময়ের জন্য অপেক্ষা করি। একটা বড় ওভার আসলে মোমেন্টাম আমাদের দিকে আসবে। আর প্রত্যেক ওভারে একটা করে বাউন্ডারি মারার চেষ্টা করছিলাম।'

শুরুটা বেশ ভালোই ছিল সৌম্যর। প্রথম ৩ বলে ১৩ রান করেছিলেন তিনি। এরপর দেখে শুনে খেলতে গিয়ে তার স্কোর হয়ে গিয়েছিল ৩৫ বলে ৩৭। সেই পর্যায় থেকে ৪৯ বলে ৬৮ রানে ইনিংস খেলেন সৌম্য। তার ইনিংস জুড়ে ছিল ৯টি চার ও একটি ছক্কার মার। স্ট্রাইক রেটটা ছিল ১৪০ ছুঁই ছুঁই।

এর আগে বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সৌম্য। বাংলাদেশের সব বোলারদের যখন তুলোধোনা করছিলেন জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান রেজিস চাকাভা ও ওয়েসলি মাধেভেরে। তখনই চাকাভাকে ফিরিয়ে জিম্বাবুয়ের রানের চাকা কিছুক্ষণের জন্য থামিয়ে দিয়েছিলেন সৌম্য। একই ওভারে বোল্ড করেছেন সিকান্দার রাজাকেও।

নিজের বোলিং নিয়ে সৌম্য বলেন, 'দেখেন বোলিং তো করতে হয়। তবে হয়তবা এত ভালো পজিশনে সুযোগ পাওয়া হয়নি। ফিল্ডিংয়ে তো বরাবরই চেষ্টা করি নিজের সেরাটা দিতে। আর বোলিংয়ে যে কয় ওভারই পেয়েছি চেষ্টা করেছি নিজের সেরাটা দিতে।'