বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

ম্যাচ শেষ করে আসার ক্ষুধা ছিল শামীমের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:43 রবিবার, 25 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল শামীম হোসেন পাটোয়ারির। সেই ম্যাচে ১৩ বলে ২৯ রান করে ভালো কিছুর ইঙ্গিত দিলেও ম্যাচ শেষ করে আসতে পারেননি। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২৩ রানে।

এটাই শামীমকে আক্ষেপে পোড়াচ্ছিল। তিনিও সুযোগ খুঁজছিলেন আক্ষেপ ঘুচানোর। আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ১৫ বলে ৩১ রানের ইনিংস খেলে দলকে জয়ের সঙ্গে সিরিজও জিতিয়েছেন শামীম।

তাতেই তার আক্ষেপ ঘুচেছে। এক ভিডিও বার্তায় শামীম বলেছেন, 'এখন অনেক ভালো লাগছে। গত ম্যাচটি আমি শেষ করতে পারিনি। আমার মধ্যে একটি ক্ষুধা ছিল পরবর্তী ম্যাচে যদি সুযোগ পাই আমার লক্ষ্য থাকবে ম্যাচ শেষ করা। আমি শেষ করতে পেরেছি। অনেক ভালো লাগছে।'

জিম্বাবুয়ে বাংলাদেশকে ১৯৪ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল। সৌম্য সরকারের হাফ সেঞ্চুরিতে বেশ ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। তবে বেশ কয়েকটি উইকেট হারানোর পর হারের সম্ভাবনাও জাগছিল। এমন সময় দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি শামীমকে বলেছিলেন ওভার প্রতি ১০ রান করে এলেই ম্যাচ সহজ হয়ে যাবে।

মাহমুদউল্লাহ ৩৪ রান করে আউট হয়ে গেলেও নিজের কাজ ঠিক ভালোভাবেই করেছেন শামীম। এ প্রসঙ্গে তিনি বলেন, 'রিয়াদ ভাই আমাকে বলছিলো ১০ করে এলে ম্যাচটা সহজ হয়ে যাবে আমাদের জন্য। একটা বাউন্ডারি বা ছক্কা এলেই হয়ে যাবে। আমিও আমার প্রক্রিয়া অনুযায়ী খেলেছি।'

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জাতীয় দলে এখন শামীম। তিনি জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট বেশ ভিন্ন। তার ভাষ্য, 'আন্তর্জাতিক ক্রিকেট অনেক শক্ত। অনূর্ধ্ব-১৯ খেলেছি, ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছি, এর থেকে অনেক ভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট। যা এখানে এসে বুঝতে পেরেছি।'