ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ

ম্যাচ জিতেও হতাশ পোলার্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:16 রবিবার, 25 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকরা। অজিদের বিপক্ষে ম্যাচ জিতলেও হতাশ কাইরন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক মনে করেন, আরও সহজে ম্যাচ জেতা দরকার ছিল।

ব্রাইটাউনে জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। খানিকটা অস্ট্রেলিয়ার দেখানো পথেই হাঁটে এভিন লুইস-ড্যারেন ব্রাভোরা। আগে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানে ৬ উইকেট হারিয়েছিল অজিরা। সেখান থেকে অস্ট্রেলিয়াকে টেনে তোলেন অ্যাডাম জাম্পা ও ওয়েস অ্যাগাররা।

একই চেয়ে চিত্র পরিলক্ষিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও। মিচেল স্টার্ক ও জাম্পার বোলিং তোপে মাত্র ৭২ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। যদিও হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিতিয়েছেন নিকোলাস পুরান ও জেসন হোল্ডার।

শেষ দিকে তাঁরা দুজনে মিলে গড়েছিলেন ৯৩ রানের জুটি। জয় পেয়ে আনন্দিত হলেও এত কম রান তাড়া করতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের ধসে খানিকটা হতাশ পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক মনে করেন, ক্যারিবিীয় ব্যাটসম্যানরা সহজে কিছু করতে চায় না।

এ প্রসঙ্গে পোলার্ড বলেন, 'অবশ্যই, ম্যাচ জিতে আনন্দিত। পুরো খেলায় আমি আমাদের পারফরম্যান্স নিয়ে খুশি। আমি মনে করি আমাদের আরও কিছু জায়গায় কাজ করতে হবে। অস্ট্রেলিয়া ৪৫ রানে ৬ উইকেট হারিয়েছিল এবং ১৯০ রান তুলেছিল।'

তিনি আরও বলেন, 'আমাদের যেভাবে করা (রান তাড়া) উচিত ছিল সেটা আমরা করতে পারিনি। তাদের খেলায় ফেরার সুযোগ ছিল। তারপরও আমাদের ব্যাটসম্যানরা এটিকে সহজ করেনি। মনে হয় আমরা সহজে কিছু করতে পছন্দ করি না। ভেবেছিলাম যে মোট ১২০ রান হওয়া উচিত ছিল।'