আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজ

টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:47 রবিবার, 25 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টেম্বা বাভুমা ও রেজা হেনড্রিকসের শতরানের জুটির পর শেষের দিকে ব্যাট হাতে ঝড় তুলেন ডেভিড মিলার। তাতে ১৮৯ রানের সংগ্রহে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৯ রানের সহজ জয় পায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজে না পারলেও টি-টোয়েন্টিতে আইরিশদের হোয়াইটওয়াশ করলো বাভুৃমার দল।

বেলফাস্টে দক্ষিণ আফ্রিকার দেয়া ১৯০ রানের বড় লক্ষ তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই কেভিন ও'ব্রায়েনকে হারায় আয়ারল্যান্ড। ২ রান করা ও'ব্রায়েন ফেরার পর প্যাভিলিয়নের পথে হাঁটেন দ্রুত রান তুলতে থাকা আরেক ওপেনার পল স্টার্লিং।

দুই চার ও একটি ছক্কায় ১৪ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন স্টার্লিং। থিতু হয়েও সুবিধা করতে পারেননি লরকান টাকার। ১৭ বলে ১৯ রান করে ফেরেন তিনি। তিনে নেমে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি অ্যান্ডি বালবার্নি।

চারটি চারের সাহায্যে ২২ বলে ২৭ রান করেন আয়ারল্যান্ডের এই অধিনায়ক।বালবার্নির বিদায়ের পর ধস নামে আয়ারল্যান্ড শিবিরে। মাত্র ৩১ রানে ৫ উইকেট হারিয়ে হোয়াইটওয়াশ এড়ানোর স্বপ্ন ধুলিসাৎ হয় আইরিশদের।

শেষ দিকে অবশ্য ক্রেইগ ইয়ং ও ব্যারি ম্যাকার্থি দিলে হারের ব্যবধান কমিয়েছেন। যেখানে ইয়ং ২২ ও ম্যাকার্থি করেছেন অপরাজিত ১৩ রান। তাতে আয়ারল্যান্ড ১৪০ রানে থামলে ৪৯ রানের জয় পায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জর্জ লিন্ডে, উইজাড উইলিয়াম এবং উইয়ান মুল্ডার।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৮৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দলটির হয়ে বাভুমা ৭২, হেনড্রিকস ৬৯ ও শেষদিকে মিলার করেছেন অপরাজিত ৩৬ রান। আয়ারল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন সিমি সিং ও ম্যাকার্থি।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ১৮৯/২ ( ওভার ২০) (বাভুমা ৭২, হেনড্রিকস ৬৯, মিলার ৩৬*, সিমি ১/২৭)

আয়ারল্যান্ড: ১৪০/৯ ( ওভার ২০) (বালবার্নি ২৭, ম্যাকার্থি ২২, স্টার্লিং ১৮, টাকার ১৮, মুল্ডার ২/১০, লিন্ডে ২/২১)