বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

এক ম্যাচ হারায় নিজেদের খারাপ দল ভাবতে নারাজ মাহমুদউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:50 শুক্রবার, 23 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ে সফরের শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজ জেতার পর ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা। টি-টোয়েন্টির শুরুটাও ভালো হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দলের।

প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ২৩ রানের ব্যবধানে হার দেখতে হয়েছে বাংলাদেশকে। যা কিনা এবারের জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের প্রথম হার। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ হারলেও অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়েছেন, এক ম্যাচ হারায় বাংলাদেশ খারাপ দল হয়ে যায়নি।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে জয়ের জন্য ১৬৭ রানের লক্ষে খেলতে নেমে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে শেষ দিকে শামিম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনরা ঝড় তুললেও দলকে জেতাতে পারেননি।

নিজেদের ভুলে ম্যাচ হারতে হয়েছে বলে অকপটে স্বীকার করেছেন মাহমুদউল্লাহ।  এদিকে ভালো খেলেই জিম্বাবুয়ে জয় পেয়েছে বলে দাবি করেছেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের এই অধিনায়ক পরের ম্যাচে ভুলের পুনরাবৃত্তি করতে চান না।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, 'একটা ম্যাচে ভালো খেলতে পারিনি মানে এই না আমরা খারাপ দল হয়ে গিয়েছি। আজকে ওরা ভালো খেলেছে, আমরা ভালো খেলতে পারিনি। ফিল্ডিংয়ে কিছু সুযোগ কাজে লাগাতে পারিনি। সুযোগ কাজে লাগালে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করতে পারতাম। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন হয়। পরের ম্যাচে এই ভুলের যাতে পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যই থাকবে।'

সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে জয় পেলেও ক্রিকেটাররা আত্মতুষ্টিতে ভোগেনি বলে দাবি করেছেন মাহমুদউল্লাহ। নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে না পারার কারণেই দল হেরেছে বলে দাবি করেছেন তিনি।

মাহমুদউল্লাহ বলেন, 'আত্মতুষ্টিতে ভুগছি এমন কোনো মনোভাব মাঠে আমাদের ছিল বলে মনে হয় না। এই ম্যাচের জন্যও আমাদের পূর্ণ মনোযোগ ছিল এবং ভালো করতে প্রত্যয়ী ছিলাম। হয়তবা পরিকল্পনা ঠিকমত কাজে লাগাতে পারিনি। এ কারণে ম্যাচটা হেরেছি।'